পাকিস্তানে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৬

পাকিস্তানের কোয়েটার হাজারগঞ্জি এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে,আহতদের সংখ্যা চব্বিশেরও বেশি।

পাকিস্তানের কোয়েটার হাজারগঞ্জি এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে,আহতদের সংখ্যা চব্বিশেরও বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan blast, পাকিস্তানে বিস্ফোরণ

পাকিস্তানে বিস্ফোরণ। ছবি: টুইটার।

বিস্ফোরণে কাঁপল পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের কোয়েটার হাজারগঞ্জি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা চব্বিশেরও বেশি। সংবাদসংস্থা ডন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর।

Advertisment

Advertisment

আরও পড়ুন: পাক এফ ১৬ বিমানকে কী কৌশলে নামিয়েছিল ভারত?

এদিন বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে ডিআইজি জানান, ‘‘একটি দোকানে হামলা চালানো হয়েছে। আলুর বস্তার মধ্যে রাখা ছিল আইইডি। রিমোট কন্ট্রোলের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, তা যাচাই করে জানাবেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত চালানো হচ্ছে।’’

আরও পড়ুন: পাকিস্তানি এফ ১৬ গুলি করে নামিয়েছিল ভারতীয় বায়ুসেনা, প্রকাশিত তথ্য প্রমাণ

বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বালুচিস্তানের মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। রেডিও পাকিস্তানের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।

Read the full story in English

national news