Advertisment

ধূসর তালিকায় থেকে ‘ধমক’ খেল পাকিস্তান

লস্কর-এ-তইবা ও জইশ-এ-মহম্মদের মতো জঙ্গিদলকে আর্থিক মদত রোধে ব্যর্থ হলে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে জানিয়েছে এফএটিএফ।

author-image
IE Bangla Web Desk
New Update
imran khan, ইমরান খান

ইমরান খান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কালো তালিকা এড়ালেও অস্বস্তি পিছু ছাড়ল না পাকিস্তানের। জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে ইমরান খানের দেশকে ধূসর তালিকাতেই রাখন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ), সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। লস্কর-এ-তইবা ও জইশ-এ-মহম্মদের মতো জঙ্গিদলকে আর্থিক মদত রোধে ব্যর্থ হলে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে জানিয়েছে এফএটিএফ।

Advertisment

জানা যাচ্ছে, এর ফলে আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আর্থিক সাহায্য পাওয়া পাকিস্তানের পক্ষে মুশকিল হবে। পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্যারিসে আয়োজিত এফএটিএফের বৈঠকে। ধূসর তালিকায় রাখা হলেও এখনই পাকিস্তানকে কালো তালিকায় রাখার সুপারিশ করা হয়নি বৈঠকে।

আরও পড়ুন: মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ১১ বছরের জেল

চলতি বছরের জুন মাসের মধ্যে ২৭টি ক্ষেত্রে পদক্ষেপ করতে বলা হয়েছে পাকিস্তানকে। ২৭টির মধ্যে ১৩টি ক্ষেত্রেই কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান। ওই ১৩টি ক্ষেত্রে জঙ্গিদের আর্থিক মদতের বিষয়টি রয়েছে বলে খবর। বৈঠকে মাত্র ৫টি ক্ষেত্রে পদক্ষেপের বার্তা দিয়েছে ইমরান খান সরকার।

আরও পড়ুন: মত বদল? মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে অল্প কথা হবে: ট্রাম্প

উল্লেখ্য কিছুদিন আগেই মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ১১ বছরের কারাবাসের সাজা শোনায় পাকিস্তানের আদালত। জঙ্গিদের আর্থিক মদতের ২টি মামলায় জামাত-উদ-দাওয়া প্রধানকে কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। দুটি মামলায় হাফিজকে সাড়ে ৫ বছরের জেল (মোট ১১ বছর) ও ১৫ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে পাক আদালত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment