কুলভূষণ মামলার শুনানির জন্য় বেঞ্চ গঠন ইসলামাবাদ হাইকোর্টে

জানা যাচ্ছে, যাদবের জন্য় আইনজীবী নিযুক্ত করতে গত ২২ জুলাই ইসলামাবাদ হাইকোর্টে একতরফা ভাবে পিটিশন ফাইল করেছে ইমরান খান সরকার।

জানা যাচ্ছে, যাদবের জন্য় আইনজীবী নিযুক্ত করতে গত ২২ জুলাই ইসলামাবাদ হাইকোর্টে একতরফা ভাবে পিটিশন ফাইল করেছে ইমরান খান সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
kulbhushan jadhav, কুলভূষণ যাদব

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কুলভূষণ যাদব মামলায় নয়া মোড়। কুলভূষণ মামলায় পাক সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের শুনানির জন্য় ২ সদস্য়ের বেঞ্চ তৈরি করল ইসলামাবাদ হাইকোর্ট। বেঞ্চে রয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মিয়াজুল হাসান ঔরঙ্গজেব। আগামী সোমবার এ মামলার শুনানি, পাক সংবাদমাধ্য়ম সূত্রে এমনই খবর।

Advertisment

জানা যাচ্ছে, যাদবের জন্য় আইনজীবী নিযুক্ত করতে গত ২২ জুলাই ইসলামাবাদ হাইকোর্টে একতরফা ভাবে পিটিশন ফাইল করেছে ইমরান খান সরকার। তবে, এ ব্য়াপারে ভারত সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা চালানো হয়নি বলে খবর।

উল্লেখ্য়, মৃত্য়ুদণ্ডের সাজা পুনর্বিবেচনার জন্য় রিভিউ পিটিশন দায়েরের বদলে প্রাণভিক্ষার আর্জি জানাতে চান কুলভূষণ, কিছুদিন আগে এমন দাবিই করেছিল পাকিস্তান। চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণকে মৃত্য়ুদণ্ডের সাজা দিয়েছে সে দেশের আদালত। ইসলামাবাদের তরফে জানানো হয়েছিল, মৃত্য়ুদণ্ডের সাজার পুনর্বিবেচনার জন্য় রিভিউ পিটিশন দায়ের করতে অস্বীকার করেছেন কুলভূষণ। পাকিস্তানের এহেন দাবির পাল্টা সরব হয় নয়া দিল্লিও।

Advertisment

আরও পড়ুন: আজ দেশের বড় খবর: সেনা সরানো নিয়ে চিনের পাল্টা ভারত।। মায়ানমার সীমান্তে নিহত ভারতীয় জওয়ান।। মোদীর হাতে রাম মন্দির স্ট্যাম্পের উদ্বোধন

এদিকে, কয়েকদিন আগে কুলভূষণ যাদবের দ্বিতীয় কনস্য়ুলার অ্য়াকসেস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। কুলভূষণের কনস্য়ুলার অ্য়াকসেস বাধাহীন ভাবে হয়নি বলে অভিযোগ করেছে নয়া দিল্লি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ মার্চ কুলভূষণকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছিল পাকিস্তান। ২০১৭ সালের এপ্রিল মাসে চরবৃত্তির অভিযোগে কুলভূষণকে মৃত্য়ুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের সামরিক আদালত। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে আন্তর্জাতিক ন্য়ায় আদালতের দ্বারস্থ হয় ভারত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news national news