Advertisment

জয়পুর জেলে মৃত্যু পাক বন্দির, পিটিয়ে খুনের অভিযোগ

গুপ্তচরবৃত্তির দায়ে ১৯৯১ সালে শকর উল্লাহকে ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তানের এক আদালত। তবে পাকিস্তান সরকার ২০০৮ সালে তাঁর ফাঁসির সাজা অনির্দিষ্ট কালের জন্য রদ করে দেয়। 

author-image
IE Bangla Web Desk
New Update
pakistani prisoner killed in jaipur jail

জয়পুর সেন্ট্রাল জেলে বুধবার মৃত্যু হল এক পাক বন্দির। সহবন্দিরা পিটিয়ে খুন করেছে বলেই অভিযোগ উঠেছে। এই দিন মৃত পাক বন্দিদের সঙ্গে বিবাদ লেগেছিল জয়পুর বন্দিদের সহবন্দিদের। তবে ঠিক কী কারণে বিবাদ, জানা যায়নি এখনও।

Advertisment

আরও পড়ুন: আজহার ইস্যুতে ভারতের পাশে ফ্রান্স, পুলওয়ামা ‘ভয়াবহ’, মন্তব্য ট্রাম্পের

এএনআই সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে জয়পুর জেলে ছিলেন শকর উল্লাহ নামের ওই বন্দি।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, জেলের আইজি রুপিন্দর সিং স্বীকার করেছেন, "জেলের মধ্যে এক পাক বন্দিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে"।

গুপ্তচরবৃত্তির দায়ে ১৯৯১ সালে শকর উল্লাহকে ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তানের এক আদালত। তবে পাকিস্তান সরকার ২০০৮ সালে তাঁর ফাঁসির সাজা অনির্দিষ্ট কালের জন্য রদ করে দেয়।

সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু ঘিরে এমনিতেই অশান্ত সারা দেশ। জয়পুরের বন্দি হত্যার ঘটনা তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Read the full story in English

Advertisment