Rajasthan: Pakistani prisoner Shakar Ullah found dead today in Jaipur Central Jail; Jaipur Jail IG Rupinder Singh says, “he was lodged here since 2011 and died following a brawl with other inmates.” pic.twitter.com/G20cICefpi
— ANI (@ANI) February 20, 2019
আরও পড়ুন: আজহার ইস্যুতে ভারতের পাশে ফ্রান্স, পুলওয়ামা ‘ভয়াবহ’, মন্তব্য ট্রাম্পের
এএনআই সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে জয়পুর জেলে ছিলেন শকর উল্লাহ নামের ওই বন্দি।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, জেলের আইজি রুপিন্দর সিং স্বীকার করেছেন, “জেলের মধ্যে এক পাক বন্দিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে”।
গুপ্তচরবৃত্তির দায়ে ১৯৯১ সালে শকর উল্লাহকে ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তানের এক আদালত। তবে পাকিস্তান সরকার ২০০৮ সালে তাঁর ফাঁসির সাজা অনির্দিষ্ট কালের জন্য রদ করে দেয়।
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু ঘিরে এমনিতেই অশান্ত সারা দেশ। জয়পুরের বন্দি হত্যার ঘটনা তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।