/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/ceasefire-new.jpg)
আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। প্রতীকী ছবি।
আবারও নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ চালাল পাক সেনা। জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় বুধবার গোলাবর্ষণ চালিয়েছে পাক বাহিনী। পাল্টা কড়া জবাব দিয়েছে ভারত। এ ঘটনায় ভারতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় ফরওয়ার্ড পোস্ট ও গ্রাম লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান।
রাজৌরির সুন্দরবনি সেক্টরে কাল রাতেও গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। বুধবার সকালে পুঞ্চের কৃষ্ণাঘাঁটি সেক্টরে গোলাবর্ষণ চালায় পাক বাহিনী। পাক গোলাবর্ষণের জেরে স্বভাবতই আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন, সীমান্তে ফের পাক আক্রমণ, কড়া জবাব ভারতের
উল্লেখ্য, মঙ্গলবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। নৌশেরা, সুন্দরবনি, কৃষ্ণাঘাঁটি এলাকায় গোলাবর্ষণ চালায় পাক সেনা। নৌশেরা সেক্টরে পাক আক্রমণে এক সেনা জওয়ান জখম হন বলে খবর। গতকাল সন্ধে ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত কৃষ্ণাঘাঁটি সেক্টরে গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সুন্দরবনি সেক্টরে গোলাবর্ষণ শুরু করেছিল পাকিস্তান। যা শেষ হয় এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ।
আরও পড়ুন, ‘পাকিস্তান তারিখ-সময় বদলে মিথ্যা বলছে’, ডুবোজাহাজ হানার তত্ত্ব খারিজ ভারতের
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরই সীমান্তে লাগাতার গোলাবর্ষণ চালাতে শুরু করেছে পাকিস্তান। এয়ার স্ট্রাইকের দিন সন্ধে সাড়ে ৬টার পর থেকে ১২-১৫টি জায়গায় পাক গোলাবর্ষণ চলে বলে খবর। গতমাসের ১৪ তারিখ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ১২দিনের মাথায় বালাকোটে জইশ ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। যে ঘটনার পর থেকেই তেঁতে রয়েছে ভারত-পাক সম্পর্ক।
Read the full story in English