এবার পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মাদকদ্রব্য বহনকারী পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ। জানা গিয়েছে, এদিন ভোর তিনটে নাগাদ পাক সীমান্ত লাগোয়া ওই এলাকায় একটি ড্রোন ওড়ার শব্দ শুনতে পান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। গুলি করে নামানো হয়েছে পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোনটি।
বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে মাদকদ্রব্য বহনকারী একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছেন জওয়ানরা। ওই ড্রোনটিতে ৪ কেজিরও বেশি মাদক ছিল। বিএসএফ-এর ওই মুখপাত্র আরও জানিয়েছেন, একটি ছোট সবুজ রঙের ব্যাগ ড্রোনের সঙ্গে বাঁধা ছিল। হলুদ মোড়কে চারটি প্যাকেট এবং একটি কালো মোড়কে একটি ছোট প্যাকেট ছিল ওই ড্রোনে।
আরও পড়ুন- প্যালেস্তাইনে ভারতীয় দূতের রহস্যমৃত্যু! অফিসেই উদ্ধার দেহ
দিন কয়েক আগে জম্মুর আকাশে উড়তে দেখা যায় সন্দেহভাজন একটি ড্রোন। শনিবার ভোররাতে জম্মুর আরনিয়ায় সন্দেহভাজন ওই পাক ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে দেখেই গুলি ছুড়তে শুরু করেন বিএসএফ জওয়ানরা।
যদিও উপত্যকার বিভিন্ন এলাকায় পাক ড্রোন উড়ে আসা নতুন ঘটনা নয়। প্রায়শই সীমান্তের ওপার থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিও ড্রোনের মাধ্যমে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক সীমান্তের এপারে তাদের সহযোগীদের কাছে পাঠায়। তবে সেনা সতর্ক থাকায় অধিকাংশ সময়েই জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
Read story in English