/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-army-kashmir-2-1.webp)
Indian Army: ভারতীয় সেনাবাহিনী।
pakistani national apprehended: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার চাক্কান দা বাগ এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে থেকে ভারতীয় সেনাবাহিনী এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে। সেনাবাহিনীর কর্মকর্তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। যার মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। নিহত একজন ছিলেন স্থানীয় বাসিন্দা।
পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে পাক সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যার ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে। মঙ্গলবারও, পাকিস্তানি সেনারা কাশ্মীর উপত্যকার কুপওয়ারা-বারামুল্লা জেলা থেকে জম্মু অঞ্চলের আখনুর সেক্টর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলিবর্ষণ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন- India-Pakistan Tension: পাকিস্তানকে 'চরম শিক্ষা' দেওয়ার পথে মোদী সরকার? রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ
ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর কয়েকটি সেক্টরে শুরু হওয়া আন্তঃসীমান্ত গুলিবর্ষণ শনিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনী জানিয়েছে, “৫-৬ মে রাতে, পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখার পাশের পোস্ট থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে।” সেনাবাহিনী জানিয়েছে, তাঁরাও পাল্টা জবাব দিচ্ছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অতীতে যুদ্ধবিরতি লঙ্ঘন সাধারণত এক বা দুটি এলাকায় সীমাবদ্ধ থাকত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পুনর্নবীকরণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়।
একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, "পাকিস্তানের তরফে শেষ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা একই সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সেক্টরে ঘটেছে। পীর পাঞ্জাল রেঞ্জের উত্তর এবং দক্ষিণ উভয় স্থানে এটা হয়েছে। এর আগে এমন ঘটনার উদাহরণ বেশ কম।"