কৃষি বিলের বিরোধিতায় বিরোধীদের বিক্ষোভ ঘিরে উত্তাল সংসদ। রাজ্য়সভার পর এবার লোকসভার অধিবেশন বয়কট করল কংগ্রেস-সহ বিরোধী শিবির। রবিবার রাজ্য়সভায় কৃষি বিল পাসের বিরোধিতা করায় ৮ সাংসদকে সাসপেন্ড করা হয়। কৃষি বিল ইস্য়ু ও ৮ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে লোকসভার অধিবেশনও বয়কট করল বিরোধীরা।
এদিন সংসদে 'কৃষকদের হত্য়া করবেন না' ব্য়ানার রেখে সোচ্চার হন কংগ্রেস সাংসদরা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সংসদে সামাজিক দূরত্ববিধি ও মেনে চলার আর্জি জানান স্পিকার ওম বিড়লা। এরপরই ১ ঘণ্টার পর অধিবেশন মুলতবি করে দেন তিনি।
আরও পড়ুন: আলু-ডাল-পেঁয়াজ আর অত্য়াবশকীয় পণ্য় নয়, নয়া বিল পাস সংসদে
এদিকে,৮ সাংসদের সাসপেনশন ইস্য়ুতে সংবাদসংস্থা পিটিআই-কে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, রাজ্য়সভায় ৮ জন সাংসদের সাসপেনশন প্রত্য়াহারের বিষয়টি তখনই বিবেচনা করবে সরকার, যখন তাঁরা তাঁদের আচরণের জন্য় ক্ষমা চাইবেন। ৮ সাংসদের সাসপেনশন প্রত্য়াহারের দাবিতে এদিন কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি রাজ্য়সভায় ওয়াক আউট করে। যতক্ষণ না সাসপেনশন প্রত্য়াহার করা হচ্ছে, ততক্ষণ বিরোধী শিবির অধিবেশন বয়কট করবে।
জিরো আওয়ারে এদিন রাজ্য়সভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, সাংসদদের সাসপেনশন প্রত্য়াহারের পাশাপাশি আরও ২ টি দাবি রয়েছে। এক, ন্য়ূনতম সহায়ক মূল্য়ের কমে কৃষকদের থেকে কৃষি পণ্য় কিনতে পারবে না বেসরকারি সংস্থা। দুই, স্বামীনাথনকমিশনের সুপারিশ মেনে ন্য়ূনতম সহায়ক মূল্য় ঠিক করতে হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন