ফোন চার্জ দিতে ককপিটের দিকে ছুট লাগালেন যাত্রী

মোবাইল চার্জ দেওয়ার অজুহাতে সটান বিমানেপ ককপিটে ঢোকার চেষ্টা চালান বলে অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরই তাঁকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।  

মোবাইল চার্জ দেওয়ার অজুহাতে সটান বিমানেপ ককপিটে ঢোকার চেষ্টা চালান বলে অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরই তাঁকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।  

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আবারও বিমানে যাত্রীর আজব কাণ্ডের ঘটনা সামনে এল। এবার সটান ককপিটে ঢোকার চেষ্টা চালালেন এক যাত্রী। তাও আবার যেমন তেমন কারণ নয়। কারণ বলা ভুল হবে, অজুহাত। মোবাইল চার্জ দেওয়ার অজুহাতে সটান বিমানেপ ককপিটে ঢোকার চেষ্টা চালান বলে অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরই তাঁকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

Advertisment

ইন্ডিগোর মুখোপাত্র জানান, বিমানটি মাটিতে থাকা অবস্থায়, এক যাত্রী তাঁর মোবাইল চার্জ করবে বলে ককপিটের দিকে প্রবেশ করার চেষ্টা করেছিল। মুখপাত্র বলেন সমস্তরকম অপারেটিং পদ্ধতির মধ্যে দিয়ে মুম্বাই থেকে কলকাতা (২৪ সেপ্টেম্বর, ২০১৮) থেকে 6E-395 ফ্লাইটটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল সেই সময়। নিরাপত্তা লঙ্ঘনের জন্য ওই বিমান থেকে নামিয়ে নেওয়া হয় ওই যাত্রীকে।

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানের এগজিট গেট খোলার চেষ্টা! আটক যাত্রী

সূত্রের খবর, “তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ফোনে চার্জ দিতে চাইছিলেন। এই কারণেই তিনি ককপিটের দিকে হেঁটে চলে যান। পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মতো কোনও অপরাধ খুঁজে পাননি। যদিও বানিজ্যিক উরানের ককপিটে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের নিশেধাজ্ঞা রয়েছে।

Advertisment

যদিও এমন আশ্চর্য ঘটনা প্রথম নয়, কিছুদিন আগেই দিল্লি-পটনাগামী গো এয়ার বিমানে ঘটেছে আরও এক ঘটনা। বিমান তখন মাঝ আকাশে। হঠাৎই বিমানের এগজিট ডোর খুলতে গেলেন এক যাত্রী। যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান বাকি যাত্রীরা। মাঝ আকাশে হঠাৎ এগজিট ডোর খোলার অভিযোগে জনৈক যাত্রীকে আটকও করে পুলিশ। পরে তিনি জানান ভুলবশত শৌচাগারের বদলে বিমানের এগজিট গেটে হাত রাখেন ওই যাত্রী। রয়েছে আরও এক নজির,  গত মে মাসে একটি বিমানের ইমার্জেন্সি গেট খুলে ফেলেছিলেন এক চিনা যাত্রী। কেবিন গরম থাকার জন্য ওই যাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলেছিলেন বলে জানা গিয়েছিল। ওই চিনা যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল তখন। ১৫ দিন পর তাঁকে ছাড়া হয়েছিল বলে খবর।

kolkata mumbai