Advertisment

পুজোর মুখে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

পেট্রোল-ডিজেলের লাগমাছাড়া দাম-বৃদ্ধিতে পুজোর মুখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধির আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Diesel cross rupees hundred in 23 districts of bengal, again hike in petrol price at kolkata

কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড।

আবারও দাম বাড়ল জ্বালানি তেলের। পুজোর মুখে কলকাতায় ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল। লিটার প্রতি ৩০ পয়সা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের নয়া দাম ১০২ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে লিটারে ৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা।

Advertisment

কলকাতা-সহ জেলাগুলিতে বহু আগেই পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও। এই নিযে পরপর তিনদিন কলকাতার বাজারে দাম বাড়ল জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের লাগমাছাড়া দাম-বৃদ্ধিতে বাজার আগুন। মাথায় হাত মধ্যবিত্তের। ফি দিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। মাছ, মাংস, শাক-সবজিরও দামও চড়া। জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। করোনাকালে অগ্নিমূল্য বাজারদরে নাভিশ্বাস উঠছে আমজনতার।

এমনিতেই করোনার জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। একটানা লকডাউন ও ব্যবসায় আর্থিক ক্ষতির জেরে বহু ছোট সংস্থায় তালা ঝুলেছে। কাজ হারিয়েছেন অনেকে। পেটের টানে পেশা বদলাতেও বাধ্য হয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে গত কয়েকমাস ধরে লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। হু-হু করে বাড়ছে বাজারদর।

আরও পড়ুন- ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুক্রবার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও দাম বেড়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লপ্তে ৩৫ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে বর্তমানে ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা। পুজোর মুখে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরেও ঘোর সমস্যায় ছোট ব্যবসায়ীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata Petrol-Diesel price Hike Fuel Price Hike
Advertisment