গত এক সপ্তাহ ধরে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। পেট্রোল-ডিজেলের দামে কার্যত লাগাম ছিঁড়েছে। আজ কলকাতায় আবারও দাম বাড়ল জ্বালানি তেলের। পেট্রোলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বৃদ্ধি লিটার প্রতি ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটারে ১০৫.৪৩ টাকা। ডিজেলের নতুন দাম লিটার প্রতি ৯৬ টাকা ৬৩ পয়সা।
উৎসবের মরশুমে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি অব্যাহত। বিশেষ করে পেট্রোল-ডিজেলের দামে লাগাম ছিঁড়েছে। প্রতিদিন দাম বাড়ছে এই দুই জ্বালানি তেলের। গত এক সপ্তাহ ধরে লাগাতার দাম বেড়েছে চলেছে পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় জ্বালানি তেলের রেকর্ড দাম-বৃদ্ধি। উৎসবের মরশুমে জ্বালানির জ্বালায় জেরবার আমজনতা।
পেট্রোল-ডিজেলের পাশাপাশি এখন চড়া দামে কিনতে হচ্ছে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারও। কলকাতায় ৯২৬ টাকায় মিলছে রান্নার গ্যাস। বাড়ির রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ১৮০৫ টাকা ৫০ পয়সা।
পেট্রোপণ্যের ছ্যাঁকায় গায়ে ‘ফোস্কা’ আমজনতার। এমনিতেই করোনার জেরে ঘোর বিপাকে একটি বড় অংশের মানুষ। গত বছরের একটানা লকডাউনের জেরে বহু মানুষ কাজ খুইয়েছেন। সংসার চালাতে অনেকে অন্য পেশা বেছে নিতেও বাধ্য হয়েছেন। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ছন্দে ফেরার চেষ্টায় আমজনতা। তবে সেই প্রচেষ্টায় প্রতি পদে আঘাত হানছে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এক সপ্তাহ ধরে একটানা বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজার দরে। প্রতিদিন দৈনন্দিন সামগ্রী ও অন্যান্য জিনিস কিনতে গিয়ে তা হাড়েহাড়ে টের পাচ্ছে আমজনতা। পেট্রোলের দাম কয়েকমাস আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে।
আরও পড়ুন- নবমীর দিনভর শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছে ডিজেল। পরিস্থিতি যা, তাতে করে ডিজেলের দামও একশো পেরনো সময়ের অপেক্ষা মাত্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জ্বালানি তেলের দাম প্রতিদিন বাড়িয়ে গেলেও তা নিয়ন্ত্রণে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। এমনই অভিযোগ কেন্দ্র-বিরোধী দলগুলির।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন