সপ্তাহান্তে কিছুটা স্বস্তি পেলেন মধ্যবিত্ত মানুষ। শনিবার ফের দাম কমল পেট্রোল-ডিজেলের। এদিন কলকাতায় পেট্রোলের দাম ৩৯ পয়সা কমে লিটার প্রতি দাঁড়িয়েছে ৭৯.৬৮ টাকায়। পেট্রোলের পাশাপাশি এদিন সামান্য সস্তা হয়েছে ডিজেলও। কলকাতায় ডিজেলের দাম কমেছে মাত্র ৩০ পয়সা। শহরে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭০.৮৩ টাকা।
Today's #PetrolPrice in #Delhi is ₹77.02, down by ₹0.4 (0.52%). #DelhiPetrolPrice
— #PetrolPrice (@PetrolPriceIN) June 9, 2018
Today's #PetrolPrice in #Mumbai is ₹84.84, down by ₹0.4 (0.47%). #MumbaiPetrolPrice
— #PetrolPrice (@PetrolPriceIN) June 9, 2018
Today's #DieselPrice in #Delhi is ₹68.28, down by ₹0.3 (0.44%). #DelhiDieselPrice
— #PetrolPrice (@PetrolPriceIN) June 9, 2018
Today's #DieselPrice in #Mumbai is ₹72.7, down by ₹0.32 (0.44%). #MumbaiDieselPrice
— #PetrolPrice (@PetrolPriceIN) June 9, 2018
শুধু কলকাতাই নয়, দিল্লি ও মুম্বইতেও সামান্য সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতার থেকে দিল্লি ও মুম্বইয়ে পেট্রোলের দাম কমেছে এক পয়সা বেশি। দুই শহরেই পেট্রোলের দাম কমেছে ৪০ পয়সা করে। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৭.০২ টাকা, গতকাল ছিল ৭৭.৪২ টাকা। বাণিজ্যনগরীতে শুক্রবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৫.২৪ টাকা, যা এদিন হয়েছে ৮৪.৮৪ টাকা। অন্যদিকে, দিল্লিতে ৩০ পয়সা করে দাম কমেছে ডিজেলের। মুম্বইতে ডিজেলের দাম কমেছে ৩২ পয়সা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৮.২৮ টাকা। মুম্বইতে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭২.৭ টাকা।
আরও পড়ুন: Aadhaar Online Update: এবার তথ্য বদলাতে পারবেন আপনি নিজেই
গত বেশ কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে ভোগান্তি বেড়েছে মধ্যবিত্তের। যদিও বা দাম কমছে, তাও খুবই সামান্য। এদিকে রান্নার গ্যাসের দামও বেড়েছে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির জেরে কপালে ভাঁজ মধ্যবিত্তের। যে হারে দাম কমছে তাতে আদৌ কতটা লাভবান হবেন আম-আদমি, সে প্রশ্ন থাকছেই।