Advertisment

'এক দেশ এক নির্বাচন'; সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

লোকসভা নির্বাচনের উদ্বোধনী অধিবেশনের আগে রবিবার এক সর্বদলীয় বৈঠকের ডাক দেন মোদী। সংসদের উভয় কক্ষের সমস্ত দলের প্রতিনিধি যোগ দেন সেই বৈঠকে, জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লিতে সর্বদলীয় বৈঠক

আগামী ১৯ জুন দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে অন্যতম 'এক দেশ, এক নির্বাচন'-এর মতো বিষয়।

Advertisment

১৭ তম লোকসভা নির্বাচনের উদ্বোধনী অধিবেশনের আগে রবিবার এক সর্বদলীয় বৈঠকের ডাক দেন মোদী। সংসদের উভয় কক্ষের সমস্ত দলের প্রতিনিধি যোগ দেন সেই বৈঠকে, জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

জোশী সাংবাদিকদের জানিয়েছেন, সাংসদরা আদৌ দেশের মানুষের চাহিদা পুরণ করতে সক্ষম কী না, তাই নিয়ে পর্যালোচনার জন্য বৈঠক ডেকেছিলেন মোদী। লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের মধ্যে আদর্শের আদান প্রদানের জন্য ২০ জুন এক নৈশভোজের আয়োজন করেছে কেন্দ্র।

আরও পড়ুন, “সংখ্যা নিয়ে ভাববেন না, বিরোধীরা সংসদে সক্রিয় হন দেশের স্বার্থে”

লোকসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে মোদীর আহ্বানে যে সর্বদলীয় বৈঠক হয়, তাতে প্রধানমন্ত্রী বলেন, "গত দু'বছর লোকসভার কাজ বারবার পিছিয়ে গিয়েছে, ব্যাহত হয়েছে। এবার জনতার রায় মাথা পেতে নিয়ে অন্তত আগামী তিন বছরের জন্য সরকারকে কাজ করতে দেওয়া উচিত"।

রবিবারের বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কোদিকুনীল সুরেশ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, ত্ণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, পাকিস্তানকে ‘অভিনন্দন’ বার্তা কলকাতা পুলিশের

সূত্রের খবর বলছে বাজেট অধিবেশনে আলোচিত বিষয়গুলির মধ্যে থাকতে পারে তিন তালাক, নাগরিকত্ব, সারোগেসির মতো বহু আলোচ্য বিল।

প্রসঙ্গত, সোমবার, অধিবেশন শুরুর প্রথম দিন সংসদের বাইরে মোদীর মুখে শোনা গেল বিরোধীদের লোকসভায় প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণের কথা। সাংবাদিকদের প্রধানমন্ত্রী বললেন, “সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের প্রত্যক্ষ অংশগ্রহণ খুব জরুরি। সংখ্যা নিয়ে না ভেবে বিরোধীরা সক্রিয়ভাবে লোকসভার সমস্ত প্রক্রিয়ায় অংশ গ্রহণ করুন”।

Read the full story in English

narendra modi
Advertisment