Modi Celebrated Diwali With Soldiers: প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার! নিজরাজ্যে সেনাদের সঙ্গে দীপাবলি 'সেলিব্রেশন' মোদীর, স্টাইল চমকে দিতে বাধ্য
Modi Celebrated Diwali With Soldiers: দেশ জুড়ে আজ ধুমধাম করে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি । প্রতি বছরের মতো এ বছরও সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
Modi Celebrated Diwali With Soldiers: কচ্ছে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপনে সামিল প্রধানমন্ত্রী, মোদীর বিশেষ স্টাইল চমকে দিতে বাধ্য।
Advertisment
দেশ জুড়ে আজ ধুমধাম করে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি । প্রতি বছরের মতো এ বছরও সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গুজরাটের কচ্ছে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। এই সময় দীপাবলি উপলক্ষে নিজের হাতে সেনা সদস্যদের মিষ্টি খাইয়ে তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার গুজরাটে সেনাদের সঙ্গে উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো গুজরাটে সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করছেন। এর আগে, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি গুজরাটের সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছিলেন। আজ কেভাদিয়ায় লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে পুষ্পস্তবক অর্পণ করার পরে প্রধানমন্ত্রী মোদী কচ্ছে পৌঁছেছেন, সেখানে সেনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এই বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যদের উৎসাহিত করেছেন। তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী মোদী কচ্ছে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এক ঘন্টা সময় কাটিয়েছেন এবং সেনাদের দীপাবলির শুভেচ্ছা জানান ও তাদের মিষ্টিও বিরতণ করেছেন।
গত বছর হিমাচল প্রদেশে গিয়েছিলেন মোদীর আজকের এই সফরকে জাতীয় ঐক্য ও সেনাদের প্রতি সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়। ২০২৩ সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন।