Advertisment

Rashtriya Ekta Diwas: 'ওয়ান নেশন-ওয়ান ইলেকশন' নিয়ে বড় বিবৃতি মোদীর! রাষ্ট্রীয় একতা দিবসে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Rashtriya Ekta Diwas: জাতীয় ঐক্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন 'আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমরা নিরাপদ'। এ সময় তিনি বিরোধীদের নিশানা করে দেশ ও সেনাবাহিনীকে বিভক্ত করার অভিযোগ তুলে গর্জ ওঠেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Rashtriya Ekta Diwas

'জাতীয় ঐক্য দিবসে' প্রধানমন্ত্রী মোদী একতার শপথ নিয়ে দেশকে ভাঙার জঘন্য চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন।

Rashtriya Ekta Diwas:  'জাতীয় ঐক্য দিবসে' প্রধানমন্ত্রী মোদী একতার শপথ নিয়ে দেশকে ভাঙার জঘন্য চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন।  গুজরাটের কেভাদিয়ায় সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে আয়োজিত 'জাতীয় ঐক্য দিবস' অনুষ্ঠানে মোদী বলেন, 'সর্দার প্যাটেল প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে তার আদর্শের মাধ্যমে'। এই সময় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন। 

Advertisment

জাতীয় ঐক্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন 'আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমরা নিরাপদ। এ সময় তিনি বিরোধীদের নিশানা করে দেশ ও সেনাবাহিনীকে বিভক্ত করার অভিযোগ তুলে গর্জ ওঠেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ভিতর এবং ভারতের বাইরেও অনেকে অস্থিতিশীলতা ও নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে'। প্রধানমন্ত্রী মোদী সর্বদা দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার পক্ষে এদিন জোরালো সওয়াল করেন। একই সঙ্গে তিনি দেশের একতা বজায় রাখতে সর্দার প্যাটেলের প্রচেষ্টা ও উদ্দোগকে কৃতজ্ঞতা জানান। এর আগে তিনি 'স্ট্যাচু অফ ইউনিটিতে' ফুল দিয়ে সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,  'ভারতের ভিতর এবং বাইরের কিছু শক্তি ভারতের শক্তি এবং ঐক্যেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারা ভারতের অর্থনৈতিক স্বার্থে আঘাত করতে চাইছে। সেই শক্তিগুলি সারা বিশ্বের দেশগুলির কাছে ভারত সম্পর্কে ভুল বার্তা দিতে চায়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এই সব শক্তি ভারতীয় সেনাবাহিনীকেও টার্গেট করার চেষ্টা করছে। ভুল তথ্য, প্রচার চালানো হচ্ছে'।

কালীপুজোর রাতে নয়া ইতিহাস দক্ষিণেশ্বরে! অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শনার্থীরা

বিরোধীদের নাম না করে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,  'কিছু বিকৃত মানসিকতার মানুষ সেনা বাহিনীতে বিভাজন তৈরি করতে চায়। জাতপাতের নামে তারা ভারতে বিভাজন সৃষ্টিতে ব্যস্ত। তাদের সমস্ত প্রচেষ্টার একমাত্র উদ্দেশ্য হল সমাজকে দুর্বল করা এবং ভারতের ঐক্যকে ভেঙে ফেলা। এরা কখনই ভারতের উন্নতি হোক সেটা চায় না। এই নোংরা ও জঘন্য রাজনীতি পাঁচ দশক ধরে দেশকে দুর্বল করেছিল'। 

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'এই সব শক্তি সংবিধান ও গণতন্ত্রের নামে ভারতের জনগণের মধ্যে ভারত ভাঙার কাজ করছে। দেশের জনসাধারণের কাছে আবেদন জানিয়ে মোদী বলেন, 'যারা দেশ ভাঙ্গার স্বপ্ন দেখে, যারা দেশকে ধ্বংস করার চিন্তা করে, যারা মুখে মিথ্যা মুখোশ পরে রয়েছে তাদের চিহ্নিত করতে হবে। তাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে'। 

জনগণের উদ্দেশে তিনি বলেন, 'জাতীয় ঐক্য দিবসে সকল দেশবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবার জাতীয় ঐক্য দিবস এক বিস্ময়কর কাকতালীয় ঘটনা্র সাক্ষী হয়ে রইল। আজ একদিকে আমরা উদযাপন করছি ঐক্যের উৎসব, অন্যদিকে দীপাবলির পবিত্র উৎসব'। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যাখ্যান করেছে। এখন সন্ত্রাসবাদকে দেশ ছাড়তে হবে।  নকশালবাদ ভারতের ঐক্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আজ ভারতে নকশালবাদ তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, "গত ১০ বছরের সময়কাল ভারতের একতা ও অখণ্ডতার জন্য অভূতপূর্ব অর্জনে পূর্ণ। আজ, সরকারের প্রতিটি কাজ এবং প্রতিটি মিশনে জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দৃশ্যমান।"

১০০ ভরি সোনায় সজ্জিত নৈহাটির বড়মা, বাড়ি বসে পুজো কীভাবে? বাম্পার ব্যবস্থা জানুন

ওয়ান নেশন, ওয়ান ইলেকশন নিয়েও বিবৃতি 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "এখন আমরা এক জাতি, এক নির্বাচন নিয়ে কাজ করছি যা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে। এবং দেশ উন্নত ভারতের স্বপ্ন অর্জনে নতুন গতি পাবে এবং সমৃদ্ধি অর্জন করবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, "সন্ত্রাসবাদীরা এখন জানে যে তারা ভারতের ক্ষতি করলে ভারত তাদের কোনভাবেই রেহাই দেবে না। উত্তর-পূর্ব ভারত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কিন্তু আমরা সংলাপ, আস্থা ও উন্নয়নের মাধ্যমে অশান্তির আগুন নিভিয়ে দিয়েছি। গত ১০ বছরের প্রচেষ্টায় ভারতেও নকশালবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে'।

modi
Advertisment