/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/modi-2.jpg)
মামাল্লপুরমের সৈকতে পরে থাকা প্লাসটিক ও আবর্জনা পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী।
মামাল্লপুরমের সৈকতে পরে থাকা প্লাসটিক ও আবর্জনা পরিষ্কার করে পরিবেশ রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরনে কালো টি-শার্ট আর ট্র্যাক শ্যুট। খালি পা। মামাল্লপুরমের সৈকতে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। হটাৎই তাঁকে দেখা যায় সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে। একা হাতেই কুড়াতে থাকেন বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ। তারপর আবর্জনার বস্তা তুলে দেন হোটেলকর্মী জয়রাজের হাতে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে প্রতিবাদ চিঠি দিয়ে বহিষ্কৃত বিশ্ববিদ্যালয়ের ছয় পড়ুয়া
নিজের এই কাজের ভিডিও পরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদী নিজেই। ট্যুইটারে তিনি পাবলিক প্লেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর্জি জানান। তিনি লেখেন, 'আজ সকালে প্রায় আধ ঘন্টা মামাল্লপুরমের সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছি। তারপর সেই আবর্জনার থলি তুলে দিয়েছি জয়রাজের হাতে। আমাদেরকেই নিজেদের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।'
WATCH | PM Narendra Modi goes plogging! "Let us ensure our public places are clean and tidy! Let us also ensure we remain fit and healthy," he tweets.https://t.co/KWXOb3KfqUpic.twitter.com/c5mWKPkdUR
— The Indian Express (@IndianExpress) October 12, 2019
আরেকটি ট্যুইটে মোদী লেখেন, 'মমল্লপুরমের সৈকতে হেঁটে আজ বেশ তরতাজা অনুভব করছি।'
আরও পড়ুন: Modi-Xi summit Live Updates: দু’দিনের সফর শেষে দেশে ফিরছেন শি জিনপিং
এদিন মামাল্লপুরম সৈকতে যোগব্যায়ামও করেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে তা তুলে ধরেন তিনি।
Refreshing walk and exercises in Mamallapuram, along the scenic coast. pic.twitter.com/UjUq8FbVAv
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
ক্ষমতায় এসেই পরিবেশ রক্ষায় 'স্বচ্ছ ভারত অভিযানের' ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। গত ২রা অক্টোবর ভারতকে তিনি উন্মুক্ত শৌচালয় মুক্ত দেশ বলে ঘোষণা করেন। একক ব্যবহার্য প্লাসটিককে পরিবেশের অন্যতম প্রধান বিপদ বলে জানায় ভারত সরকার। প্লাসটিকের বিরুদ্ধে অভিযানের ডাক দেওয়া হয়।
শুক্রবারই মামাল্লপুরমে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন মোদী। গতকালর দুই রাষ্ট্রপ্রধানই ছিলেন কিছুটা হালকা মেজাজে। হেরিটেজ সাইটে ঘুরে, ডাবের জল পান করতে করতে আড্ডা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণী খানা-পিনা- খোশ মেজাজেই শুক্রবারটা কাটিয়েছেন দুই বন্ধু। তবে, আজ, শনিবার তাজ ফিশারম্যানের কভ রিসর্টে প্রতিনিধিদের নিয়ে মুখোমুখি বৈঠকে বসেন তাঁরা। তার আগে পরিবেশ রক্ষার দেশবাসীর কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজেই সৈকত পরিষ্কারে হাত লাগান প্রধানমন্ত্রী।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us