২৬/১১ বর্ষপূর্তিতে বড়সড় নাশকতার ছক! ‘ষড়যন্ত্র ব্য়র্থ হয়েছে’, টুইট মোদীর

সরকারি সূত্রে খবর, ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড় কিছুর পরিকল্পনা ছিল জঙ্গিদের

সরকারি সূত্রে খবর, ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড় কিছুর পরিকল্পনা ছিল জঙ্গিদের

author-image
IE Bangla Web Desk
New Update
pulwama militant attack, পুলওয়ামা জঙ্গি হামলা

প্রতীকী ছবি।

২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে। জম্মু-কাশ্মীরে ৪ জইশ-এ-মহম্মদ জঙ্গিকে খতম হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে  এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়সড় হামলার হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছে নিরাপত্তা বাহিনী, এমনটাই বলেছেন মোদী।

Advertisment

সরকারি সূত্রে খবর, ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড় কিছুর পরিকল্পনা ছিল জঙ্গিদের। টুইটারে এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘পাক জঙ্গিগোষ্ঠী জইশ-এ-মহম্মদের ৪ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ মিলেছে, যা দেখে স্পষ্ট, তাদের হামলার পরিকল্পনা ছিল, যা আরও একবার ব্য়র্থ করা হয়েছে’’।

Advertisment

আরও পড়ুন: জম্মু-শ্রীনগর হাইওয়েতে এনকাউন্টার, নিহত ৪ জঙ্গি

এ প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে মোদী বলেছেন, আরও একবার সাহসিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে নিরাপত্তা বাহিনী। নমোর কথায়, ‘‘ধন্য়বাদ তাঁদের তৎপরতার জন্য়, তাঁরা একটা ষড়যন্ত্রকে বানচাল করেছে’’।

এদিন পর্যালোচনা বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব ও শীর্ষ গোয়েন্দা আধিকারিকরা।

উল্লেখ্য়, বৃহস্পতিবূার জম্মু-কাশ্মীরের নাগরোটায় গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৪ জইশ জঙ্গি। গুলির লড়াইয়ে জখম হয়েছেন ২ পুলিশ কর্মী। একটি ট্রাকে করে যাচ্ছিল জঙ্গিরা। জঙ্গিরা বড়সড় কোনও হামলার ছক কষেছিল বলে জানিয়েছেন জম্মুর আইজিপি মুকেশ সিং।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news