/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/modi-1-2.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এশিয়ার বৃহত্তম সৌরবিদ্য়ুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্য়প্রদেশের রেওয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্য়মে সৌরবিদ্য়ুৎ প্রকল্পের উদ্বোধন করলেন নমো। দেশে শুদ্ধ ও সস্তায় বিদ্য়ুতের গুরুত্বপূর্ণ হাব হিসেবে আত্মপ্রকাশ করবে সে রাজ্য়, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী।
৭৫০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেছেন, ''বিশ্বে সেরা ৫ সৌরশক্তি উৎপাদনের তালিকায় ভারত এখন অন্য়তম। শুধুমাত্র এ সময়ের জন্য় নয়, সৌরশক্তি একবিংশ শতাব্দীর শক্তির প্রয়োজনের মাধ্য়ম হবে, কারণ সৌরশক্তি খাঁটি, সুরক্ষিত''।
आज रीवा में वाकई इतिहास रच दिया है।
रीवा की पहचान मां नर्मदा के नाम से और सफेद बाघ से रही है।
अब इसमें एशिया के सबसे बड़े सोलर पावर का नाम भी जुड़ गया है: पीएम मोदी #PMInaugratesRewaSolarpic.twitter.com/m2gSzlCsAb
— BJP (@BJP4India) July 10, 2020
আরও পড়ুন: দুই পুলিশকে আক্রমণ করে আত্মসমর্পণে ‘না’, এনকাউন্টারে মৃত গ্যাংস্টার বিকাশ
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ''রেওয়াতে সৌরশক্তি প্রকল্পে উপকৃত হবে দিল্লি মেট্রোও। রেওয়া ছাড়া সাজাপুর, নিমুচ, ছাতারপুরে সৌরশক্তি প্রকল্পের কাজ চলছে''। নমো জানিয়েছেন, ''গত ৬ বছরে ৩৬ কোটি এলইডি বাল্ব প্য়ান ইন্ডিয়ায় বিতরণ করা হয়েছে। ১ কোটিরও বেশি এলইডি বাল্ব বসানো হয়েছে পথবাতিতে''।
Inaugurating a Solar Project in Rewa, Madhya Pradesh. https://t.co/QXLmVlV5nb
— Narendra Modi (@narendramodi) July 10, 2020
উল্লেখ্য়, রেওয়াতে সোলার পার্ক তৈরি করেছে রেওয়া আলট্রা মেগা সোলার লিমিটেড। ২৫০ মেগাওয়াটের ৩টি সোলার জেনারেটিং ইউনিট নিয়ে তৈরি করা হয়েছে রেওয়া প্রকল্প।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন