/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/pm-modi-new.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে আজ কী বার্তা দেবেন, এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রথমে জানানো হয়ে যে, বিকেল ৪টে নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী। পরে সময় বদল করা হয়। ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গেই বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদী, এমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরকে ভাগ করেছে মোদী সরকার। এখন থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকারের এই ‘সাহসী’ সিদ্ধান্ত ঘিরে সরগরম গোটা দেশ। এই প্রেক্ষিতে মোদীর ভাষণ তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের একাংশের।
Prime Minister Shri @narendramodi will be addressing the nation at 8 PM today.
— PMO India (@PMOIndia) August 8, 2019
* ANNOUNCEMENT *
????️ 8th August, 2019
???? 4 pm IST
Prime Minister Shri @narendramodi will address the nation in a special broadcast by @AkashvaniAIR
Details ???? pic.twitter.com/ZToCM3jX6U
— ALL INDIA RADIO (@AkashvaniAIR) August 8, 2019
আরও পড়ুন: ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে পাকিস্তান, বন্ধ বাণিজ্য
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই বিরোধীদের একাংশের বিরোধিতার মুখে পড়েছে মোদী সরকার। কাশ্মীর ইস্যুতে কত কয়েকদিনে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে বসপা, আপ, ওয়াইএসআরসিপি, বিডিএফ। কিন্তু জেডেইউ, কংগ্রেস, তৃণমূল, পিডিপি, এমডিএমকের মতো দলগুলো বিরোধিতা জানিয়েছে। এদিকে, জম্মু-কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্তের আগে ভূ-স্বর্গকে কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লার মতো দুই শীর্ষস্থানীয় নেতাকে গহবন্দি করে রাখা হয়। কাশ্মীর নিয়ে মোদী সরকারের এহেন পদক্ষেপের বিরোধিতা জানিয়ে আসরে নেমেছে পাকিস্তানও।
আরও পড়ুন: সুষমা মৃত্যুর কয়েকঘণ্টা আগে ১ টাকা পারিশ্রমিক দিতে চেয়েছিলেন সালভেকে
উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেদিন ভারতের উপগ্রহ ধ্বংসকারী মিসাইল সম্পর্কে বার্তা দিয়েছিলেন মোদী। লোকসভা নির্বাচনের মরশুমে যা নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি।
Read the full story in English