Advertisment

মোদী-মরিসন ভার্চুয়াল বৈঠক আজ, দেড় হাজার কোটির প্রকল্প ঘোষণা হতে পারে

কপ্টার দুর্ঘটনায় নিহত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের নামে একটি অস্ট্রেলিয়া-ভারত তরুণ প্রতিরক্ষা অফিসারদের বিনিময় কর্মসূচি চালু করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pm Modi-Morrison virtual meet today, Rs 1,500 cr projects to be unveiled

দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় ইউক্রেনের সঙ্কটের বিষয়টি উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

এবার ভারতে বিনিয়োগ করবে অস্ট্রেলিয়া। এদেশের শিক্ষা, পরিচ্ছন্ন প্রযুক্তি, খনিজ, মহাকাশ গবেষণা, বৈদেশিক বাণিজ্য, দক্ষতা, উদ্ভাবন এবং প্রতিরক্ষা বিনিময় সহ একাধিক ক্ষেত্রে প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে অস্ট্রেলিয়া। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনের।

Advertisment

সূত্র মারফত জানা গিয়েছে সেই বৈঠকেই এই বিনোয়োগের ঘোষণা করতে পারেন অজি প্রধানমন্ত্রী। সূত্র মারফত আরও জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের নামে একটি অস্ট্রেলিয়া-ভারত তরুণ প্রতিরক্ষা অফিসারদের বিনিময় কর্মসূচিও সোমবার চালু হতে পারে।

সোমবার এই শীর্ষ সম্মেলনের সময় অস্ট্রেলিয়া প্রায় ২৯টি সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য প্রত্নবস্তু ভারতে ফেরত দেওয়ার ঘোষণাও করবে। এমনকী অর্থনীতি ও বাণিজ্যক্ষেত্রে একটি প্রাথমিক ফসল চুক্তিও এমাসের শেষের দিকে স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া ভারতে যে বিপুল বিনিয়োগ করবে তার মধ্যে ১৯৩ কোটি টাকা হবে পরিষ্কার প্রযুক্তি এবং খনিজক্ষেত্রে। যা মূলত অস্ট্রেলিয়া থেকে অন্যান্য জিনিসগুলির মধ্যে লিথিয়াম সুরক্ষিত করার জন্য ব্যবহার করা হবে।

আরও পড়ুন- করোনাকালে সদ্যোজাত ও প্রসূতিদের মৃত্যু-মিছিল দেশের এই প্রান্তে, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণে লিথিয়াম মজুত রয়েছে। বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজগুলির একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হতে পারে এই লিথিয়াম। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী শীঘ্রই অস্ট্রেলিয়া সফর করতে পারেন বলে জানা গিয়েছে। অন্যান্য প্রকল্পের মধ্যে মহাকাশ গবেষণার জন্য ১৩৬ কোটি টাকা, অস্ট্রেলিয়ার বৈদেশিক বাণিজ্য কেন্দ্রের জন্য ১৫২ কোটি, বাণিজ্য, দক্ষতা এবং উদ্ভাবনের উদ্যোগের জন্য ৯৭ কোটি এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের জন্য ৯৩ কোটি টাকা ঢালবে অস্ট্রেলিয়া।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, দুই দেশ ফুলব্রাইট বা রোডস স্কলারশিপের আদলে স্কলারশিপ চালু করবে। যাকে বলা হবে মৈত্রী স্কলারশিপ। বেঙ্গালুরুতে সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তিতে উৎকর্ষের জন্য একটি কেন্দ্র চালু করা হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় ভাষায় ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারের জন্য একটি চুক্তি করা হবে বলেও জানা গিয়েছে।

Read full story in English

Advertisment