Advertisment

ভারতে করোনা আক্রান্ত ৭৬, 'দিল্লিতে বাতিল আইপিএল'

রাজধানীতে আইপিএলের ম্যাচ সহ সব ধরনের খেলাধুলা বাতিলের কথা জানিয়েছে দিল্লি সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা সতর্কতার জের। রাজধানীতে আইপিএলের ম্যাচ সহ সব ধরনের খেলাধুলা বাতিলের কথা জানিয়েছে দিল্লি সরকার। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, 'করোনা ভাইরাস মোকাবিলায় ভিড় এড়াতেই দিল্লি থেকে আইপিএল ম্যাচ বাতিলের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।' গতকালই করোনা সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার বেঙ্গালুরু ও নয়দায় দু'জনের শরীরে করোনার জীবাণু মেলায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬।

Advertisment



দেশজুড়ে করোনা উদ্বেগ। আক্রান্ত ৭৬। তার মাঝেই বৃহস্পতিবার ভারতে করোনা ভাইরাসের প্রথম বলি এক বৃদ্ধ। যা আতঙ্কের মাত্রা করেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতে ফের একবার দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। টুইটে তিনি জানান, 'আতঙ্ককে না ও সচেতনতাকে হ্যাঁ' বলতে হবে। বিদেশমন্ত্রকের পরামর্শ, 'যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন, খুব জরুরি প্রয়োজন ছাড়া অন্যত্র যাবেন না।'

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'আতঙ্ককে না ও সচেতনতাকে হ্যাঁ বলতে হবে। আগামী কয়েকদিন কেন্দ্রীয় মন্ত্রীরা বিদেশ সফর করবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ যাত্রা না করার জন্যই দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি। করোনার সংক্রামণ রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বড় কোনও জমায়েত এড়িয়ে চলা উচিত।' এছাড়াও তাঁর বার্তা, 'করোনা ভাইরাস পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। সকলের সুরক্ষার জন্য রাজ্যগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে…আতঙ্কের কোনও কারণ নেই। প্রয়োজনীয় সাবধানতা মেনে চলুন। কেন্দ্রের কোনও মন্ত্রী বিদেশ সফরে যাবেন না। দেশবাসীর কাছেও আর্জি জানাচ্ছি, যাতে তাঁরা দেশের বাইরে ভ্রমণ এড়িয়ে চলেন।'

এর আগেও করোনা ভাইরাস মোকাবিলায় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমর্দনের বদলে হাত জোড় করে নমস্তে বলার পরামর্শ দিয়েছিলেন মোদী। ভিড় এড়াতে বাতিল করে দেন হোলির অনুষ্ঠান।

ইতিমধ্যেই কররোনা নিয়ে প্রধানমন্ত্রী মোদী ব্রিটেন ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বরিশ জনসন এবং বেনজামিন নেতানেয়াহুর সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রনেতাদের ফোনালাপ প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন- করোনা জীবাণু মোকাবিলায় ভারত সব প্রয়োজনীয় পদক্ষেপ করছে। আতঙ্কের কোনও কারণ নেই। যে যেখানেই রয়েছেন প্রয়োজন ছাড়া সেই জায়গা ছাড়ার দরকার নেই।

আরও পড়ুন: ভারতে করোনাভাইরাসের প্রথম বলি কর্নাটকের বৃদ্ধ

করোনাভাইরাসের আতঙ্কের জেরে সব দেশের জন্যই ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল করে দিয়েছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণকে প্যানডেমিক ঘোষণার পরেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয়। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পরে এই ঘোষণা করা হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে কূটনৈতিক, রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সংস্থা-সহ অন্যান্য কয়েকটি ভিসার ক্ষেত্রে।

ভারতের প্রতিনিধিত্ব করতে বিদেশে যাওয়ার কথা রয়েছে খেলোয়াড়দের। সেক্ষেত্রে তাদের কী ভিসা বাতিল বলেই গণ্য হবে? জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, 'এটা সংস্থার নিজস্ব সিদ্ধান্তের উপরই আমরা ছেড়ে দিয়েছি। তবে, আমাদের পরামর্শ এখন বিদেশযাত্রা না করাই উচিত হবে।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus PM Narendra Modi
Advertisment