Advertisment

চিনা অ্য়াপ ওয়েবো ছাড়লেন মোদী

চিনের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম ওয়েবো ছাড়লেন মোদী, একথা বুধবার জানিয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী, মোদি

প্রধানমন্ত্রী মোদী

চিনের বিরুদ্ধে এবার পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম ওয়েবো ছাড়লেন মোদী, একথা বুধবার জানিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ জানিয়েছেন, সীমান্ত ইস্য়ুতে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্য়ক্তিগত ক্ষেত্রেও এবার কড়া বার্তা দিলেন নমো।

Advertisment

এ প্রসঙ্গে বি এল সন্তোষ আরও জানিয়েছেন, ''৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এই সিদ্ধান্তের পর এবার চিনা সোশ্য়াল মিডিয়া অ্য়াপ ওয়েবো ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী''।

সূত্রের খবর, ভারতে ৫৯ চিনা অ্য়াপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর পরই ওয়েবো ছাড়ার ব্য়াপারে মনস্থির করেন মোদী। ২০১৫ সালে ওই সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্মে যোগ দিয়েছিলেন নমো। সূত্র মারফত জানা যাচ্ছে, ওয়েবো-তে মোদীর ফলোয়ার্সের সংখ্য়া ২৪৪,০০০।

আরও পড়ুন: আজ দেশের বড় খবর: প্রিয়াঙ্কাকে বাংলো ছাড়তে নির্দেশ-হাইওয়ে প্রকল্পে এবার নিষিদ্ধ চিনা সংস্থা-বড় প্রস্তুতি ভারতীয় সেনার-তামিলনাড়ুতে বয়লার বিস্ফোরণ

জানা যাচ্ছে, ওয়েবো ছাড়ার প্রক্রিয়া খানিকটা জটিল। এজন্য় চিনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। কিন্তু ওয়েবো ছাড়ার জন্য় যে অনুমতি লাগে, তা দিতে বিলম্ব হওয়ায় শেষে পোস্টগুলি ম্য়ানুয়ালি ডিলিট করা হয়। ওয়েবোতে ১১৫টি পোস্ট রয়েছে মোদীর। ১১৩টি পোস্ট সরানো হয়েছে। বাকি ২টি পোস্ট থেকে গিয়েছে। যে পোস্টগুলিতে মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি রয়েছে।

বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য় বলেছেন, ওয়েবো ছাড়া নিয়ে মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন যে সীমারেখা অতিক্রম করলে ফল ভুগতে হবে।

উল্লেখ্য়, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার আবহে সোমবার রাতে টিকটক-সহ ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করে ভারত। নয়া দিল্লির এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে বেজিং।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi
Advertisment