/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/modi-1-3.jpg)
প্রধানমন্ত্রী মোদী
এক দেশ-বহু ভাষা। বৈচিত্রের মধ্যে ঐক্য। এটাই ভারতের প্রকৃত সংস্কৃতি। হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে দেশের আটটি সরকারি ভাষায় কথা বললেন প্রধানমন্ত্রী। কৌশলে যেন অমিত শাহের তৈরি 'হিন্দি ভাষা' বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক দেশ, এক ভাষা। এই নীতি মেনে দেশের 'সরকারি ভাষা' হিসাবে হিন্দিকে তুলে ধরতে গিয়ে বিতর্ক তৈরি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দেশজুড়ে সমালোচনা। ভারতের ঐতিহ্যকে হরণ করার চেষ্ঠা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। বিতর্কে মাঝে অবশ্য একটিও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। অপেক্ষায় ছিলেন। বেছে নিলেন মার্কিন মুলুকের ঐতিহাসিক সভাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই তুলে ধরার চেষ্টা করলেন ভারতের ভাষা বৈচিত্র ও অখণ্ডতাকে।
#WATCH Prime Minister Narendra Modi says,'everything is fine,' in different Indian languages. pic.twitter.com/IpSKbGpTjg
— ANI (@ANI) September 22, 2019
রবিবার, হিউস্টনে ভারতের 'সমৃদ্ধ সংস্কৃতি' বিশ্বের মাঝে মেলে ধরেন প্রধানমন্ত্রী। বর্তমানে ভারতে সবকিছু ভালভাবে চলছে। যা মেলে ধরার সময় প্রধানমন্ত্রীর মুখে দেশের আটটি সরকারি ভাষা শোনা যায়। বাংলা থেকে তামিল, হিন্দি থেকে গুজরাটি, সব ভাষাতেই নমো বললেন 'ভারতে সব কিছু ভালো আছে'।
আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপে সন্ত্রাসীদের সমর্থনকারীরা সমস্যার সম্মুখীন, হাওডি-তে বললেন মোদী
এদিন মোদীর বক্তব্যের সময়ই মঞ্চের সামনে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টি তাঁর কাছে যে বোধগনম্যের নয়, তাও জানেন প্রধানমন্ত্রী। তাই হাসি মুখে বললেন, 'আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন বন্ধুরা ভাবছেন এটা কি বলছি? আমি বলছি সব ভাল আছে'।
প্রধানমন্ত্রী মোদী ভারতের ভাষা বৈচিত্র্যের কথা তুলে ধরেন। জানান, 'আমাদের উদার সংস্কৃতির পরিচয় হল আমাদের ভাষা। বহু বছর ধরে আমাদের দেশে বহু ভাষা, বহু ভাষাভাষীর মানুষ সহাবস্থান করছে। আমাদের দেশে ভিন্ন ভিন্ন পথ, পুজো পদ্ধতি, আঞ্চলিক রীতিনীতি, বেশভূষা রয়েছে। সব মিলিয়ে গোটা পৃথিবীর মধ্যে আমাদের স্বতন্ত্র করে রেখেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের সনাতন দর্শন। আমাদের গণতন্ত্রের ভিত্তি। এটাই আমাদের শক্তি, প্রেরণা। আমরা যেখানেই যাই, বৈচিত্র আর গণতন্ত্রের সংস্কৃতি বহন করি। এই স্টেডিয়ামে পঞ্চাশ হাজারের বেশি ভারতীয় আমাদের মহান এই পরম্পরার অংশীদার হয়ে বসে রয়েছেন।'
এর পরই সন্ত্রাসবাদ ইস্যুতে নাম না করে পাকিস্তানকে পাকিস্তান তোপ দাগেন মোদী। আশা প্রকাশ করেন ভারত মার্কিন পোক্ত সম্পর্কের বিষয়ে। বলেন, 'অব কী বার, ট্রাম্প সরকার।'
Read the full story in English