/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/modi-i-day-speech-759.jpg)
নরেন্দ্র মোদী।
সিএএ বিক্ষোভের আঁচে এক মাস আগেই আসাম সফর বাতিল হয়েছিল প্রধানমন্ত্রীর। এক মাস পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই আবহে সিএএ বিক্ষোভের পর এই প্রথমবার আসাম যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী ৭ ফেব্রুয়ারি আসামে সভা করার কথা মোদীর । উল্লেখ্য, মোদীর আসাম সফরের আগেই সম্প্রতি বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ১০ জানুয়ারি আসাম যাওয়ার কথা ছিল মোদীর। ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম’-এর উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সেই সময় সিএএ ও এনআরসি ইস্যুতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এই পরিস্থিতিতে মোদীর আসাম সফর সে সময় বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন: ‘গান্ধীজির স্বাধীনতা সংগ্রাম আসলে সাজানো নাটক’, বিজেপি সাংসদের মন্তব্যে তুমুল বিতর্ক
আরও পড়ুন: কলকাতায় মোদীর জ্বলন্ত কুশপুতুলে জল ঢালল পুলিশ, পথে ছাত্র পরিষদ
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল আসাম। বিক্ষোভ পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের গুয়াহাটি সফর বাতিল হয়ে গিয়েছিল। গত বছরের ১৫-১৭ ডিসেম্বর গুয়াহাটিতে বিশেষ সামিটে যোগ দিতে আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রীর। আসামে সিএএ বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল আসাম সরকার।
Read the full story in English