দেশে করোনার দৌরাত্ম্য় কমার লক্ষণই নেই। রোজই ভাইরাসের দাপট বাড়ছে। এই পরিস্থিতিতে ভ্য়াকসিনের দিকেই তাকিয়ে আসমুদ্রহিমাচল। এমন আবহে আগামী ৪ ডিসেম্বর সর্বদল বৈঠক হতে চলেছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা পরিস্থিতি ও সেইসঙ্গে ভ্য়াকসিন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সর্বদল বৈঠকে, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য়, সম্প্রতি করোনা ভ্য়াকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে ভ্য়াকসিন প্রস্তুতকারী সংস্থার পরীক্ষাগার ঘুরে দেখেন মোদী। ক'দিন আগে মুখ্য়মন্ত্রীদের সঙ্গেও করোনা পরিস্থিতি ও ভ্য়াকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন নমো।
আরও পড়ুন: প্রথম ধাপে ভ্যাকসিন পাবে ৩০ কোটি ভারতীয়, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
আগামী কয়েক মাসের মধ্যেই ‘সুরক্ষিত, কার্যকরী, উন্নত’ ভ্যাকসিন পেতে চলেছে ভারত, এমনটাই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা এবং মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে রবিবার একটি আলাপচারিতায় স্বাস্থ্যমন্ত্রী জানান যে, আগামী জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হবে।
উল্লেখ্য়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। এই মুহূর্তে দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪.৪৬ লক্ষ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন