Advertisment

করোনা আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক মোদীর

আগামী ১৬ ও ১৭ জুন সব রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন মোদী, এমনটাই জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশে বেড়েই চলেছে করোনার প্রকোপ। এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ ও ১৭ জুন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন মোদী, এমনটাই জানা যাচ্ছে। প্রথম দফার লকডাউনের সময় থেকে এ নিয়ে ষষ্ঠবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মোদী।

Advertisment

জানা যাচ্ছে, আগামী ১৬ জুন পাঞ্জাব, অসম, কেরালা, উত্তরাখন্ড, ঝাড়খন্ড, ছত্তীসগড়, ত্রিপুরা, হিমাচল, চণ্ডীগড়, গোয়া, মণিপুর. নাগাল্য়ান্ড, লাদাখ, পুদুচেরী, অরুণাচল, মেঘালয়, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদর নগর হাভেলি ও দমন দিউ, সিকিম ও লাক্ষাদ্বীপের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন নমো।

আরও পড়ুন: আজ দেশের বড় খবর: লকডাউনে কর্মীদের বেতন নিয়ে সুপ্রিম নির্দেশ-নেপালের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ভারতীয় বাসিন্দা-আমেরিকার কূটনীতিবিদের সঙ্গে কথা রাহুলের

আগামী ১৭ জুন মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, তেলঙ্গানা, ওড়িশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা মোদীর।

এদিকে, দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরোল। মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৪৯৩ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। বর্তমানে দেশে ভাইরাসের আঁতুরঘর মহারাষ্ট্র।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi
Advertisment