Advertisment

India First Vande Metro Train: ভাড়া মাত্র ৩০ টাকা! মোদীর হাত ধরেই চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো

India First Vande Metro Train: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা। ভারতে প্রতিদিন কোটি কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। একটা সময় ছিল যখন দেশের দ্রুততম ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস। ভারতে এখন ৬০ জোড়া বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন চলছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
vande bharat metro

'বন্দে মেট্রো'

India First Vande Metro Train: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা। ভারতে প্রতিদিন কোটি কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। একটা সময় ছিল যখন দেশের দ্রুততম ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস। কিন্তু এখন ভারতে ৬০ জোড়া বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন চলছে। ২০১৯ সালে, প্রথম বন্দে ভারত ট্রেন চালু করা হয়। এবার রেলের পরিষেবায় বিপ্লব আনতে চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো।

Advertisment

'হাততালি, ডিস্কো ড্যান্সে আন্দোলন সফল হয় না', ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের

এখন শুধু বন্দে ভারত চেয়ার কার নয়, বন্দে ভারত স্লিপার ট্রেনও চালু হতে চলেছে। তাই এর পাশাপাশি ভারতে আজ থেকে চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে আহমেদাবাদে পৌঁছেছেন, সেখান থেকে  তিনি সোমবার অন্যান্য বন্দে ভারত ট্রেনের পাশাপাশি ভুজ এবং আহমেদাবাদের মধ্যে ভারতের প্রথম বন্দে মেট্রো পরিষেবা চালু করতে চলেছেন। ভুজ এবং আহমেদাবাদের মধ্যে দেশের প্রথম 'বন্দে ভারত মেট্রো' পরিষেবা চালু হতে চলেছে।

ফের মৃত্যুমুখ থেকে ফিরলেন ট্রাম্প! সমর্থকদের কী বার্তা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ সেপ্টেম্বর দেশের প্রথম বন্দে ভারত মেট্রো পরিষেবা চালু করতে চলেছেন। আগামীকাল, ১৭ সেপ্টেম্বর থেকে গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যে প্রথম বন্দে মেট্রো চলবে। ভারতের প্রথম বন্দে মেট্রো ১৭ সেপ্টেম্বর থেকে চলবে। এটি গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১৬ সেপ্টেম্বর দেশের প্রথম বন্দে ভারত মেট্রোর উদ্বোধন করবেন। এটি দিল্লি এবং মুম্বাইয়ের মতো বড় শহরে চলা মেট্রো রেলের মতো ডিজাইন করা হয়েছে। বন্দে ভারত মেট্রো একটি সেমি হাইস্পিড ট্রেন। ভারতীয় রেলের দাবি যে নতুন বন্দে ভারত মেট্রো মাত্র ৫ ঘন্টা ৪৫ মিনিটে ৩৬০ কিলোমিটার যাত্রা শেষ করবে। 

আমেদাবাদ-ভুজ বন্দে মেট্রো পরিষেবার বিশেষত্ব 

আহমেদাবাদ-ভুজ বন্দে মেট্রো ৯ টি স্টেশনে থামবে। আহমেদাবাদ এবং ভুজের মধ্যে ৩৬০ কিলোমিটার দূরত্ব কভার করবে। ৫ ঘন্টা ৪৫ মিনিটে ৩৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। পশ্চিম রেলওয়ে জানিয়েছে, বন্দে ভারত মেট্রোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। এটি ভুজ থেকে সকাল ৫.০৫ মিনিটে ছাড়বে এবং ১০.৫০ মিনিটে আহমেদাবাদ জংশনে পৌঁছাবে। ভারতের এই প্রথম বন্দে ভারত মেট্রোর সর্বনিম্ন ভাড়া  ৩০ টাকা। ১২ কোচের এই মেট্রোতে ১১৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এই ট্রেনটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইসিএফ এ তৈরি করা হয়েছে।

বিদায় নিয়ে গরম, এসি প্যাক করার আগে 'আসল কাজ' করতে ভুলবেন না!

vande metro Vande Bharat
Advertisment