TMC Mla's criticism to Junior Doctors: 'হাততালি, ডিস্কো ড্যান্সে আন্দোলন সফল হয় না', ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের

RG Kar Case-Junior Doctor's Protest: ৫ দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত চিকিৎসকের এর আগেও হুমকি-কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে।

RG Kar Case-Junior Doctor's Protest: ৫ দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত চিকিৎসকের এর আগেও হুমকি-কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Mla tapas chatterjee's criticism to Junior Doctors,জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ।

Junior Doctor's Protest: ৫ দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দিকে দিকে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনের সুর আরও চড়া হচ্ছে ফি দিন। ইতিমধ্যেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হুমকি-কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক-নেতা। এবার সেই তালিকায় নবতম সংযোজন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।  

Advertisment

কী বলেছেন এই তৃণমূল বিধায়ক? 

"হাততালি দিয়ে ডিস্কো ড্যান্স করে আন্দোলন সফল করা যায় না। এভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় না। আন্দোলনের একটা গতি-প্রকৃতি আছে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী... তিনি বসে থাকলেন দু'ঘণ্টা। তিনি নিজে আসলেন। সবাইকে বললেন.... বাড়িতে ডাকলেন... একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজলে বলছেন চা খেয়ে যান। আর কিছু না করুন চা খেয়ে যান।"

এদিকে, আন্দোলনকারী চিকিৎসকদের এভাবে কটাক্ষ ছুঁড়ে দেওয়ায় তৃণমূল বিধায়কের কড়া সমালোচনায় সরব বিরোধীরা। সংবাদমাধ্যমে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "একসময় সিপিএম করেছে এখন টাকা বাঁচানোর জন্য তৃণমূল করছে। তৃণমূলে কু-কথার প্রতিযোগিতা চলছে। সারাদিন টিভিতে থাকার জন্য এই মন্তব্য করেছেন তাপস চট্টোপাধ্যায়। ডিস্কো ডান্স সরকার দেখাচ্ছে। মানুষের এখন একটাই প্রার্থনা, মা দুর্গা তুমি এসো.... তার আগে সরকারের বিসর্জন দাও।"

Advertisment

আরও পড়ুন- Junior Doctor's Protest-Kunal Ghosh: 'এটাও লাইভ হলে বুঝতে সুবিধা হতো', বিস্ফোরক অডিও প্রকাশে ডাক্তারদের খোঁচা কুণালের

আরও পড়ুন- Bengal Weather: এখনই কাটছে না দুর্যোগ, আজও কাঁপানো বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার উন্নতি কবে?

সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ বলেন, "যে দল শহিদ দিবসে পাগলু ডান্স করে...মুখ্যমন্ত্রী বসে পা দোলান...ডিস্কো ড্যান্স শব্দটাকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করে কিছু মানুষকে অপমান করেছেন উনি। তৃণমূলে এটাই তো স্বাভাবিক।"

আরও পড়ুন- Firhad Hakim Russia visit: BRICS সম্মেলনে আমন্ত্রণ পেয়েও রাশিয়া যাওয়া হচ্ছে না ফিরহাদের, নেপথ্যে কী কারণ?

Tapas Chatterjee protest RG Kar Case