তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন জারি রয়েছে। এমন পরিস্থিতিতে আজ গুজরাতে কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কচ্ছ জেলায় একাধিক প্রকল্পের শিলান্যাসে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কৃষকদের সঙ্গে আলাপচারিতা করেন মোদী। এদিন কৃষকদের আশ্বস্তও করেন তিনি। মোদী বলেন, "কৃষকদের বলা হয়েছে নতুন কৃষি আইন বাস্তবায়িত হলে তাদের জমি অন্যরা দখল করবে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি দুধ বিক্রি করছেন বলে কী ডেয়ারি মালিকরা আপনার গরু নিয়ে নেবে? সরকার সর্বদা কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কৃষকদের আশ্বাস এবং তাদের উদ্বেগের সমাধান করব।"
এরপরই বিরোধীদের তোপ দেগে নমো বলেন, "বিরোধীরা ক্ষমতায় থাকাকালীন তারা এই কৃষিক্ষেত্র সংস্কারের পক্ষে ছিলেন। বিরোধীরা কৃষকদের বিভ্রান্ত করছে, তাঁদের কাঁধে হাত রেখে গুলি চালাচ্ছে। তারা এই সংস্কারগুলিও চেয়েছিল কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন পারেনি। তবে এখন আমরা এটি করতে পেরেছি, তারা কৃষকদের বিভ্রান্ত করছে। আমি পুনরাবৃত্তি করতে চাই যে আমার সরকার আপনার সমস্ত সন্দেহের সমাধানের জন্য ২৪ ঘন্টা প্রস্তুত।"
উল্লেখ্য ওই কৃষকদের মধ্যে অনেকে পাঞ্জাবের। বিক্ষোভের আবহে কৃষকদের সঙ্গে মোদীর আলাপচারিতা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কৃষি আইন বাতিলের দাবিতে এখনও অনড় কৃষকরা। দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ ২০ দিনে পড়ল। সোমবার ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা অনশনে বসেছেন। এর আগে, একাধিকবার সরকারের সঙ্গে কৃষকরা আলোচনার টেবিলে বসলেও জট কাটেনি। কৃষি আইন বাতিলের দাবিতে গত সপ্তাহে ভারত বনধও পালন করেন কৃষকরা।
আরও পড়ুন: ‘কৃষক ইস্য়ুর সমাধান না হলে অনশনে বসব’, তোমরকে চিঠিতে হুঙ্কার অন্না হাজারের
কৃষক বিদ্রোহের (Farmers protest) আবহে দেশের অন্নদাতাদের বারবার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। কৃষকদের সাহায্য় করতে তাঁর সরকার বদ্ধপরিকর, শনিবার এমন বার্তাই দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, নয়া কৃষি আইনগুলো কৃষকদের নয়া বাজার দেবে এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিতে সহায়তা করবে।
এর আগে, কৃষকদের উদ্দেশে মোদী বলেছিলেন, ‘‘কৃষকদের স্বার্থেই সংস্কার করা হচ্ছে। এর ফলে আরও অনেক অপশন পাবেন তাঁরা। নিজের পণ্য় ভাল দামে ও পরিকাঠামোয় সরাসরি বিক্রি করার স্বাধীনতা কি কৃষকদের দেওয়া উচিত নয়’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন