Advertisment

ভ্য়াকসিন তৈরি কতদূর? সেরাম ইনস্টিটিউট যাচ্ছেন মোদী

আধিকারিকরা জানিয়েছেন, ভ্য়াকসিন তৈরির পদ্ধতি খতিয়ে দেখতেই মোদীর এই সফর।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

বছর শেষ হতে চলল, এখনও করোনার কাঁপুনি কমছে না। এ অবস্থায় ভ্য়াকসিনের দিকে হা পিত্য়েশ করে বসে সকলেই। যদিও কবে ভ্য়াকসিন ভারতে আসবে, সে ব্য়াপারে দিশা দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপটে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী শনিবারই সেরামে যাবেন মোদী।

Advertisment

অ্য়াস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকার সঙ্গে চুক্তি হয়েছে সেরাম ইনস্টিটিউটের। আধিকারিকরা জানিয়েছেন, ভ্য়াকসিন তৈরির পদ্ধতি খতিয়ে দেখতেই মোদীর এই সফর। ভ্য়াকসিন আসার আগে সেরামে মোদীর সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: একদিনে মৃত্যু ৫২৪, ডিসেম্বরে সাবধানে থাকতে হবে, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

পুনের ডিভিশনাল কমিশনার সৌরভ রাও জানিয়েছেন, ‘‘পুনেতে আসছেন প্রধানমন্ত্রী। উনি সেরাম ইনস্টিটিউটে যাবেন...’’। মোদীর সফরের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠকও হয়েছে বলে জানা যাচ্ছে।

রাও আরও জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর প্রায় ১০০টি দেশের অ্য়াম্বাসাডর ও হাই কমিশনারের আসার কথা ছিল।

ইমেল মারফত ইন্ডিয়ান এক্সপ্রেসকে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, কোভিশিল্ডের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

Advertisment