Advertisment

মোদী সরকারের আট বছর 'অপশাসন'-এর কেস স্টাডি, অভিযোগ রাহুলের

বর্তমানে দেশের বিভিন্ন রাজ্য বিদ্যুতের সংকটে ভুগছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আট বছরের জমানায় 'অপশাসন' দেখেছে ভারত। এক দ্রুত উন্নয়নশীল দেশ ক্রমশ পিছিয়ে পড়েছে। মোদী জমানার বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে সোমবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন বিদ্যুতের সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষিক্ষেত্রে সমস্যা-- মোদী জমানা যেন সমস্যায় ভরা। যা বুঝিয়ে দিচ্ছে, দেশের দ্রুতশীল অর্থনীতি কীভাবে ধ্বংস হয়েছে গত আট বছরে।

Advertisment

এই প্রসঙ্গে রাহুল টুইট করেছেন, 'বিদ্যুত্ সংকট, কর্মক্ষেত্রে সংকট, কৃষক সমস্যা, দ্রব্যমূল বৃদ্ধির সমস্যা- পিএম মোদীর আট বছরের অপশাসন একসময় বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ধ্বংস হওয়ার কেস স্টাডি।' এর আগে গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার অপশাসনের অভিযোগ করছিলেন রাহুল। কখনও বিদ্যুতের সংকট, কখনও বা অন্যান্য সমস্যা নিয়ে তিনি লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

আরও পড়ুন- ‘জন সূরজ- শুরু বিহার থেকে’, প্রশান্ত কিশোরের ভবিষ্যত রাজনীতির ইঙ্গিতে জল্পনা

রাহুলের অভিযোগ, বর্তমানে দেশের বিভিন্ন রাজ্য বিদ্যুতের সংকটে ভুগছে। প্রখর তাপপ্রবাহে দেশের বিভিন্ন রাজ্যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তার মধ্যেই বিদ্যুতের সংকটে নাভিশ্বাস উঠেছে আমজনতার। দেশের বিস্তীর্ণ অঞ্চল ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে নাকাল হচ্ছে। জ্বালানির সংকটে দেশের বিভিন্ন শিল্পসংস্থা তাদের উত্পাদন কমিয়ে দিয়েছে। এমনিতেই দেশ করোনা পরবর্তী সময়ে উত্পাদনের পূর্বের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। তার ওপর কেন্দ্রীয় সরকারের অপদার্থতায় দেশ আরও পিছিয়ে পড়ছে বলেই অভিযোগ করেন রাহুল।

তাঁর অভিযোগ, রাশিয়ার ইউক্রেনে হামলার জেরে গোটা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বেড়ে গিয়েছে। যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার প্রভাব পড়েছে দেশের বাজারে। বৃদ্ধি ঘটেছে দ্রব্যমূল্যের। কিন্তু, এতেই শেষ নয়। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য দ্রব্যমূল্যের আরও বৃদ্ধি ঘটেছে। যার জেরে নাজেহাল আমজনতা। এমনটাই অভিযোগ রাহুলের। দিন দু'য়েক আগে শনিবারই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তিনিও দলের নেতা রাহুল গান্ধীর মতোই বিদ্যুতের সংকট ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করেন।

Read story in English

rahul gandhi PM Modi misgovernance
Advertisment