অযোধ্য়ায় স্বর্ণযুগের সূচনা হল', রাম মন্দিরের ভূমিপুজো সেরে মঞ্চে দাঁড়িয়ে এমন কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্য়ায় এদিন বক্তৃতার শুরুতেই মোদীর মুখে শোনা যায় 'জয় শ্রী রাম' ধ্বনি। রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে নমো এদিন বলেছেন, 'শতাব্দীর অপেক্ষার অবসান হয়েছে'। মোদী আরও বলেছেন, দেশের সংহতির প্রতীক রাম মন্দির।
অযোধ্য়ায় গিয়ে মোদী যা বলেছেন, একনজরে...
* 'অযোধ্য়ায় স্বর্ণযুগের সূচনা হচ্ছে, শতাব্দীর অপেক্ষার অবসান ঘটল আজ'।
* 'রামলালার জন্য় বিশাল মন্দির তৈরি করা হবে, যিনি বছরের পর বছর ধরে তাঁবুতে কাটিয়েছেন'।
* 'রাম মন্দিরের জন্য় বহু মানুষ বলিদান দিয়েছেন, আমি তাঁদের শ্রদ্ধা জানাই'।
* 'অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণ পুরো এলাকার অর্থনীতিকে তরান্বিত করবে'।
আরও পড়ুন: Ayodhya Ram Mandir Live Updates: ‘রাম সর্বত্র, সবার মধ্যে রয়েছেন’
* 'রাম আমাদের হৃদয়ে রয়েছেন, আমাদের সংস্কৃতিতে রয়েছেন, আমাদের রাষ্ট্রীয় ভাবনায় রয়েছেন'।
* 'রাম মন্দির নির্মাণ দেশকে এক সুতোয় গাঁথবে'।
* ' ভগবান রামের শাসনের মূল নীতিই ছিল সামাজিক সম্প্রীতি'।
* 'রাম সর্বত্র রয়েছেন, সকলের মধ্য়ে রয়েছেন'।
* 'ভারতের ঐতিহ্য়ের প্রতীক রাম মন্দির, সমগ্র মানবতার অনুপ্রেরণা হবে'।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন