প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসীর কার্যালয় ই-কমার্স সাইট OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার চার যুবক। শুক্রবার তাদের গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তরা বারাণসীতে মোদীর জনসম্পর্ক কার্যালয়ের ছবি তুলে ওই ওয়েবসাইটে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। এই গর্হিত কাজের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, বারাণসী শহরের জহরনগর এলাকায় অবস্থিত ওই কার্যালয় ভেলুপুর থানার অন্তর্গত। জানিয়েছেন বারাণসীর পুলিশ সুপার অমিত পাঠক। তিনি বলেছেন, বৃহস্পতিবার আমাদের নজরে আসে যে প্রধানমন্ত্রীর জনসম্পর্ক কার্যালয়ের ছবি দিয়ে OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একটি এফআইআর দায়ের হয়েছে ভেলুপুর থানায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ ৭০% ভারতীয়র, সমীক্ষার তথ্যে চাঞ্চল্য
পুলিশ সুপার পরে জানিয়েছেন, চারজন অভিযুক্তকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৯ সালে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার বিজয়ী হন নরেন্দ্র মোদী।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন