মৃত্যুর পর এটিই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রথম জন্মজয়ন্তী। ৯৪তম জন্মদিনের এক দিন আগেই সোমবার অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার স্মারক মুদ্রা চালু করল কেন্দ্র। রাজধানীর এক অনুষ্ঠানে ১০০ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
কয়েন প্রকাশ অনুষ্ঠানে মোদী বলেন, "অটল বিহারী গণতন্ত্রকে সর্বাপেক্ষা গুরুত্ব দিতেন। উনি জনসংঘ তৈরি করেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে তিনি জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। আদর্শ আর ক্ষমতার মধ্যে যখন কোনও একটাকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তিনি জনতা পার্টি ছেড়ে বিজেপি তৈরি করেন"।
আরও পড়ুন, পুলিশের উর্দি খোলার হুমকি দিলীপ ঘোষের
মোদী আরও বলেন, "অনেকের ক্ষেত্রেই ক্ষমতা অক্সিজেনের মতো, অথচ বাজপেয়ী জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন বিরোধীদের আসনে বসে। আদর্শের সঙ্গে আপোষ করেননি কোনোদিন"।
"তাঁর মতো সুবক্তা আর আসেনি দেশের ইতিহাসে। তিনি যখন কথা বলতেন, তাঁর মুখ দিয়ে সমগ্র জাতি কথা বলতে উঠত", বললেন মোদী।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী৷ তনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। নতুন ১০০ টাকার কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। একপিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ীর নাম খোদিত রয়েছে। বসানো রয়েছে তাঁর ছবিও। যার নীচে তাঁর জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ। তার নীচে হিন্দিতে লেখা রয়েছে ‘সত্য মেব জয়তে’।