PM Modi Speech On Coronavirus india lockdown: করোনাভাইরাসের সঙ্গে লড়ছে ভারত। মারণ ভাইরাসের হানায় দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে আজ রাত ১২ টা থেকে আগামী ৩ সপ্তাহের (১৪ এপ্রিল পর্যন্ত) জন্য় সারা দেশ লকডাউন করা হচ্ছে, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ''দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না''। লকডাউনের বাইরে রাখা হয়েছে জরুরি পরিষেবাকে। Read the story in English
এদিন মোদী বলেন, ''প্রত্য়েক পরিবারের সদস্য়দের জন্য়, প্রত্য়েক নাগরিকের জন্য়, প্রধানমন্ত্রীর জন্য়ও দরকার সামাজিক দূরত্ব। কিছু মানুষের ভুলের জন্য় দেশের বড় বিপদ হতে পারে। গুরুত্ব সহকারে সামাজিক দূরত্ব বজায় না রাখলে বড় বিপদের মুখে পড়তে পারে দেশ''। এদিন প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ভাইরাস পরীক্ষা, পিপিই, আইসিইউ, ভেন্টিলেটর, স্বাস্থ্য় কর্মীদের প্রশিক্ষণের জন্য় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এর আগে, গত সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণে জনতা কার্ফু পালনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মোদীর ডাকে গত রবিবার দেশজুড়ে জনতা কার্ফু পালন করা হয়েছে। রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু জারি করা হয়েছিল। পাশাপাশি জরুরি পরিষেবায় যুক্ত যাঁরা সেই সমস্ত কর্মীদের জন্য় রবিবার বিকেল ৫টায় দরজা, বারান্দা, জানলার সামনে দাঁড়িয়ে ঘণ্টা বাজানো বা হাততালি দিয়ে ধন্য়বাদজ্ঞাপনের বার্তা দিয়েছিলেন মোদী। নমোর ডাকে সাড়া দিয়েছেন ভারতবাসী। মোদী এও বলেছিলেন, ''করোনার ধাক্কায় আর্থিক পরিস্থিতি সামাল দিতে ইকোনমিক রেসপন্স টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। রুটিন চেক-আপের জন্য হাসপাতাল যাওয়া এই মুহূর্তে এড়ান। জরুরি প্রয়োজন ছাড়া অস্ত্রোপচার স্থগিত রাখুন একমাসের জন্য। সকলকে বলছি, আতঙ্কিত হবেন না। প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়িতে মজুত রাখবেন না। নিশ্চিত করে বলছি, প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি হবে না''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
PM Modi Speech on Coronavirus: আগামী ৩ সপ্তাহের জন্য় সারা দেশ লকডাউন করা হচ্ছে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব আপডেট রইল এখানে, Follow the Updates here:
উল্লেখ্য়, ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৪৯১। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের হানায় দেশে মৃত্য়ু হয়েছে ১০ জনের। করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ভাইরাস পরীক্ষা, পিপিই, আইসিইউ, ভেন্টিলেটর, স্বাস্থ্য় কর্মীদের প্রশিক্ষণের জন্য় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আজ রাত ১২টা থেকে ৩ সপ্তাহের জন্য় সারা দেশে লকডাউন। লকডাউনের বাইরে জরুরি পরিষেবা: মোদী
ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। সরকারি নির্দেশিকা মেনে চলুন। আপনার সুরক্ষার জন্য়ই লকডাউনের পদক্ষেপ। আমার বিশ্বাস সকল দেশবাসী এই প্রচেষ্টাকে সফল করবেন: মোদী।
গোটা দেশ সম্পূর্ণভাবে লকডাউন। এটা একধরনের কার্ফু। জনতা কার্ফুর থেকেও কঠোর। কেউ বাড়ির বাইরে বেরোবেন না: প্রধানমন্ত্রী
বাড়ির লক্ষ্মণরেখা না পেরোলে তবেই আমরা সকলে করোনার থেকে বাঁচতে পারব। এই মারণ ভাইরাসের থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্বই একমাত্র রাস্তা: মোদী
''ওই ২১ দিন না মানলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে'', লকডাউন প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রত্য়েক পরিবারের সদস্য়দের জন্য়, প্রত্য়েক নাগরিকের জন্য়, প্রধানমন্ত্রীর জন্য়ও দরকার সামাজিক দূরত্ব। কিছু মানুষের ভুলের জন্য় দেশের বড় বিপদ হতে পারে। গুরুত্ব সহকারে সামাজিক দূরত্ব বজায় না রাখলে বড় বিপদের মুখে পড়তে পারে দেশ: মোদী
করোনাভাইরাসের সঙ্গে লড়ছে ভারত। মারণ ভাইরাসের হানায় দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে আজ রাত ১২ টা থেকে আগামী ৩ সপ্তাহের জন্য় সারা দেশ লকডাউন করা হচ্ছে, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ''দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না''।
আজ রাত ১২টা থেকে গোটা দেশ লকডাউন হবে: মোদী
করোনা মোকাবিলয়া একমাত্র পদক্ষেপ হল সামাজিক দূরত্ব। করোনার থেকে বাঁচতে আর কোনও উপায় নেই এটা ছাড়া: মোদী
জনতা কার্ফু সফল হয়েছে। দেশবাসী দেখিয়ে দিয়েছেন সঙ্কটকালে কীভাবে সকলকে একজোট হতে হয়: মোদী
করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। আজ কী বার্তা দেবেন মোদী? রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর।
করোনাভাইরাসের সঙ্গে লড়ছে ভারত। মারণ ভাইরাসের হানায় দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে আজ আবারও জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ৮টায় করোনা পরিস্থিতিতে আজ ফের কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।