ইডির অভিযোগকে হাতিয়ার করে বিধানসভা ভোটমুখী ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের দিনই বাঘেল সম্পর্কে ইডি অভিযোগ করেছে যে মুখ্যমন্ত্রী বাঘেল অনলাইন বেটিং প্ল্যাটফর্ম মহাদেব অ্যাপের মালিকদের থেকে ৫০৮ কোটি টাকা পেয়েছেন। পালটা অবশ্য মোদীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে বাঘেল অভিযোগ করেছেন যে, বিজেপি তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। এবারের ছত্তিশগড় বিধানসভা নির্বাচন দুই ধাপে হতে চলেছে। প্রথম ধাপ হবে ৭ নভেম্বর। দ্বিতীয় ধাপ হবে ১৭ নভেম্বর। এই নির্বাচনে জয়ী হলে বিভিন্ন সমাজক্যাণমূলক প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। উলটো দিকে বিজেপির হাতিয়ার কংগ্রেসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ।
সেই অভিযোগকে হাতিয়ার করেই শনিবার দুর্গ জেলার এক জনসভায় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'তারা মহাদেবের নাম পর্যন্ত ছাড়েনি। দুই দিন আগেই বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে। এই টাকা জুয়ারিদের কাছ থেকে এসেছে। এই টাকা ছত্তিশগড়ের মানুষের থেকে লুঠ করা হয়েছে। তা চলে যাচ্ছে কংগ্রেসের নেতাদের কাছে। আপনারা জানেন, কে টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত, ছত্তিশগড়ের লোকেদের বলা যে দুবাইতে বসে যারা এই অ্যাপটি চালাচ্ছে, তাদের সঙ্গে তাঁর কী সম্পর্ক রয়েছে!' ইডির অভিযোগকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন যে সংযুক্ত আরব আমিরশাহি থেকে মুখ্যমন্ত্রী বাঘেলের কাছে অর্থ এসেছে।
আরও পড়ুন- জগদ্ধাত্রী পুজোয় এবারও চন্দননগর যাচ্ছেন না মমতা, তবে করবেন উদ্বোধন
বক্তব্যে মোদী অভিযোগ করেন যে, ছত্তিশগড়ের কংগ্রেস সরকার ইডির অভিযোগের পর বিজেপি নেতাদের বিরুদ্ধে পালটা আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। সভায় বিজেপির মেগাস্টার ক্যাম্পেনার বলেন, 'আমি শুনেছি যে এখানে কংগ্রেস নেতারা বিজেপিকে নীচু স্বরে বার্তা দিচ্ছে যে ইডির তদন্তের প্রতিশোধ নেওয়া হবে। তারা বলছে যে বিজেপির নেতা-কর্মীদের হাতে টাকা ধরিয়ে দেবে। আর মিথ্যে অভিযোগ তুলে গ্রেফতার করানোর জন্য পুলিশকে ডাকবে। আপনি কাকে হুমকি দিচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন?' সভায় প্রশ্ন তোলেন মোদী।