Worli hit-and-run case: পুনের কল্যাণীনগরের 'হিট অ্যান্ড রানে'র ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি বেপরোয়া গাড়ি চালকদের। এখন ওয়ারলি থেকে সামনে এসেছে 'হিট অ্যান্ড রানের' আরও এক ঘটনা। তাতে কেঁপে উঠেছে মুম্বই। এই দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে ওই মহিলা ও তার স্বামী স্কুটি চেপে যাচ্ছিলেন। পিছন থেকে সজোরে তাদের স্কুটিতে ধাক্কা মারে একটি BMW গাড়ি। তাতেই মৃত্যু হয় মহিলা। গাড়ির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ।
ঘটনার পর চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেও পরে পুলিশ গাড়িটিকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ওরলিতে এক দম্পতির স্কুটিতে ধাক্কা মারে একটি BMW গাড়ি। মহিলাকে গাড়ির বনেটের উপর ১০০ মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। যার জেরেই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলার স্বামী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : < Bhangar: কিছুতেই সারছে না প্রাণঘাতী ‘রোগ’! এবার চোর সন্দেহে গণপিটুনির বলি প্রৌঢ় >
এদিকে আজকের ঘটনায় পুলিশ একটি সাদা বিএমডব্লিউ গাড়ি আটক করেছে। পুলিশ জানিয়েছেন, মাছ নিয়ে ফেরার সময় একটি বিএমডব্লিউ গাড়ি পিছন থেকে ধাক্কা মারে দম্পতির স্কুটিতে। তার ফলে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দু’জনেই বিএমডব্লিউ গাড়ির বনেটের ওপর পড়ে যান। অবস্থা বেগতিক দেখে ব্যক্তি বনেট থেকে লাফিয়ে পড়েন। কিন্তু ওই মহিলাকে ওই অবস্থাতেই টেনে হিঁচড়ে ১০০ মিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। মৃত্যু হয় মহিলা।