রাজ্যসভার ১৮ আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা

করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে রাজ্য়সভার ওই ১৮ আসনে ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল।

করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে রাজ্য়সভার ওই ১৮ আসনে ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
rajya sabha polls, রাজ্য়সভা, রাজ্য়সভার ভোট, রাজ্য়সভার নির্বাচন, রাজ্য়সভার ১৮ আসনে ভোট, rajya sabha polls june 19, rajya sabha polls dates announced, election commission, lockdown 5.0, indian express bangla

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্য়সভার ১৮ আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন ওই ১৮ আসনে ভোটগ্রহণ হবে বলে সোমবার কমিশনের তরফে জানানো হল। ওই দিন সন্ধেতেই ভোটগণনা সম্পন্ন করা হবে। করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে রাজ্য়সভার ওই ১৮ আসনে ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল।

Advertisment

ওই ১৮টি আসনের মধ্য়ে ৪টি অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের, ২টি ঝাড়খণ্ডের, ৩টি মধ্য়প্রদেশের, ৩টি রাজস্থানের, ১টি করে আসন মণিপুর ও মেঘালয়ের। গত ২৬ মার্চ ওই ১৮ আসনে ভোটগ্রহণের কথা ছিল।

Advertisment

আরও পড়ুন: ‘ভিডিও কনফারেন্সে সায় নেই’, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্থগিতাদেশ
ভোটের মুখে গত ২৪ মার্চ নির্বাচন স্থগিত করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করেই সেসময় ভোট প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।

এদিকে, আজ থেকে দেশে শুরু হয়েছে আনলক ১। কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন একাধিক ক্ষেত্রে শিথিল করা হয়েছে। ৩টি পর্যায়ে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। করোনাভাইরাসে সবেথেকে বেশি আক্রান্ত দেশগুলির তালিকায় এবার সপ্তম স্থানে উঠে এসেছে ভারত। স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮ হাজার ৩৯২ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্য়ু হয়েছে দেশে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news