শহর এবং শহরতলির দূষণ মাপতে মোট ১১টি নতুন স্বয়ংক্রিয় যন্ত্র বসাচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। চলতি বছরেই কলকাতা ও রাজ্য়ের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এই অটোমেটিক পলিউশন কাউন্টিং মেশিনগুলি বসানো হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্রভারতীসহ বেশ কয়েকটি এলাকায় রয়েছে বায়ুদূষণ মাপার স্বয়ংক্রিয় যন্ত্র।
শুভেন্দু অধিকারী জানান, কলকাতার ম্যাডক্স স্কোয়্য়ার, বিডন স্কোয়্য়ার, দেশপ্রিয় পার্ক, বাসন্তী দেবী কলেজ ও যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন সায়েন্সেসসহ সল্টলেক এটিআই, ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজ, জোকা আই আই এম, হুগলি, ব্যারাকপুর, চুঁচুড়া পুরসভা এলাকায় এই যন্ত্র বসবে। এ ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে বসবে ডিসপ্লে মেশিনও, যাতে দূষণের পরিমাণ দেখা যাবে।
আরও পড়ুন: Kolkata East West Metro Train: যাত্রা শুরু,পরীক্ষামূলক ভাবে কলকাতায় চলল ইস্ট ওয়েস্ট মেট্রো
বায়ুদূষণের নিরিখে কলকাতা বারবার দেশের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুয়ায়ী এ ব্যাপারে দিল্লির পরেই কলকাতার স্থান। পরিবেশবিদরা জানাচ্ছেন, বছরের একটা নির্দিষ্ট সময় দূষণ মাত্রা ছাড়িয়ে যায়। তাই এ ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে তার উৎস খুঁজে বের করতে হবে। এর পরেই উৎস খুঁজে বার করতে নড়েচড়ে বসেছে প্রশাসন। পরিবেশ তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দূষণ কমানোর জন্য নতুন ২০টি সিএনজি বাসও নামানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এর আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৩০টি সিএনজি বাস দিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে।