করোনা আক্রান্ত রোগীর বাড়ির বাইরে পোস্টার লাগানোর দরকার নেই, বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, কিছু ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে পোস্টার লাগাতে পারবে কর্তৃপক্ষ, এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
আইসোলেশনের জন্য় করোনা আক্রান্তদের বাড়ির বাইরে পোস্টার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্য় সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানো হয়। ওই আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, এ ধরনের পদক্ষেপের কথা বলেনি কেন্দ্র। তবুও কয়েকটি রাজ্য় এই পদক্ষেপ করেছে।
আরও পড়ুন: গণ টিকাকরণের প্রস্তুতি তুঙ্গে, দেশে কাদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন?
উল্লেখ্য়, গত সপ্তাহে এ মামলার শুনানিতে তিন বিচারপতির বেঞ্জ জানায় যে, এরকম কোনও পোস্টার যখন কোভিড রোগীদের বাড়িতে দেওয়া হবে তখন তাঁরা সমাজের চোখে ‘অচ্ছুত’ হয়ে পড়বেন। কেন্দ্রের হয়ে সওয়াল করা সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছিলেন, বিভিন্ন রাজ্য তাদের নিজেদের মতো করে এই ভাইরাসের সংক্রমণ রোখার চেষ্টা করছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন