Advertisment

সীমান্তে জঙ্গিহানার থেকে বেশি মানুষ মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়: সুপ্রিম কোর্ট

বিচারপতি মদন বি লোকুর, দীপক গুপ্ত এবং হেমন্ত গুপ্তকে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে খানাখন্দের কারণে দুর্ঘটনায় এতজন মানুষের মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা দেখভালের কাজ করেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme-court-7591

ফাইল ছবি

গত পাঁচ বছরে রাস্তার খানাখন্দের কারণে দুর্ঘটনায় সারা দেশে প্রাণ গিয়েছে ১৪, ৯২৬ জনের। এ তথ্য জেনে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

Advertisment

বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ খানাখন্দের কারণে দুর্ঘটনায় এতজন মানুষের মৃত্যুকে অননুমোদনীয় আখ্যা দিয়ে বলেছেন, ‘‘সীমান্তে জঙ্গি হানায় যতজন মারা গিয়েছেন, সম্ভবত তার থেকে বেশি মানুষের প্রাণ গেছে এ ধরনের দুর্ঘটনায়।’’

আরও পড়ুন, বিজেপির রথযাত্রা LIVE updates: সরকার অনুমতি না দিলেও যাত্রা হবেই: দিলীপ ঘোষ

বিচারপতি মদন বি লোকুর, দীপক গুপ্ত এবং হেমন্ত গুপ্তকে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে খানাখন্দের কারণে দুর্ঘটনায় এতজন মানুষের মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা দেখভালের কাজ করেনি।

পথ নিরাপত্তা বিষয়ে শীর্ষ আদালতের কমিটির পেশ করা একটি রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওই কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ।

জানুয়ারি মাসের এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

Read the Full Story in English

supreme court
Advertisment