কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর মঙ্গলবার দেশজুড়ে সিনেমা হলগুলি খোলার গাইডলাইন প্রকাশ করেছেন। আনলক ৫-এ আগেই কেন্দ্রীয় নির্দেশিকা ছিল, খুলে যাবে দেশের সমস্ত সিঙ্গল স্ক্রিন-মাল্টিপ্লেক্স গুলি। সেই মতো এদিন গাইডলাইন প্রকাশ করলেন মন্ত্রী। ১৫ অক্টোবর থেকে খুলবে দেশের সমস্ত সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স। এক নজরে দেখে নিন সেই নির্দেশিকা-
৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার দেওয়া হবে।
শারীরিক দূরত্ব বজায় রেখে আসন বসার অনুমতি মিলবে দর্শকদের।
সবরকম কোভিড প্রোটোকল মানতে হবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এবং দর্শকদের।
দর্শকদের মোবাইল নম্বর লিখে রাখতে হবে কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্য।
কর্মীদের মাস্ক-পিপিই পরা আবশ্যক।
শুধুমাত্র প্যাকেজ খাবারের অনুমতি দেওয়া হবে। হলের ভিতরে খাবারের ডেলিভারি নিষিদ্ধ।
দর্শকদের স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা আবশ্য়ক।
আরও পড়ুন আগামী বছর জুলাইয়ের মধ্যে ২৫ কোটি মানুষ ভ্যাকসিন পেতে পারেন: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে, সোমবারই কেন্দ্রী শিক্ষামন্ত্রক দেশজুড়ে স্কুল খোলার গাইডলাইন প্রকাশ করেছে। আপাতত পর্যায়ক্রমে স্কুলগুলি খোলা হবে। ছোট থেকে বড় পড়ুয়াদের জন্য এসওপি জারি করেছে কেন্দ্র। তবে খুদে না উঁচু ক্লাসের পড়ুয়াদের আগে পঠনপাঠন শুরু হবে তা পুরোপুরি ভাবে রাজ্যগুলির উপর সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছেড়েছে কেন্দ্র। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য ভাবে কমেছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৬১,২৬৭ জন। মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৭ লক্ষ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা ১,০৩,৫৬৯ ছুঁয়েছে। সুস্থ হয়েছেন ৫৬,৬২,৪৯১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশ। যা একদিক থেকে অনেকটাই স্বস্তিদায়ক।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন