দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। তাঁর স্বাস্থ্য়ের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল বলে শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতির রক্তচাপ, হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।
প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে ডাক্তারদের এক বিশেষজ্ঞ দল। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন: সুশান্তের রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ-পুলিশের থেকে নথি সংগ্রহ, তদন্ত শুরু সিবিআইয়ের
উল্লেখ্য, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি। এরপর জানা যায়, বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লাগে। এতে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানতে পারেন ডাক্তাররা। এরপরই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তাঁর অবস্থা সংকটজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে।
সম্প্রতি দিল্লির আর্মিস রিসার্চ অ্য়ান্ড রেফারেল হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্য়ায়ের ফুসফুসে সংক্রমণ হয়েছে। এতে আরও উদ্বেগ বাড়ে। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনার আয়োজন করা হয় মিরাটী গ্রামে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন