Advertisment

Donald Trump: মার্কিন স্বার্থের পরিপন্থী! প্যারিস জলবায়ূ চুক্তি প্রত্যাহার ট্রাম্পের

Donald Trump: গতকালই আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার সাথে সাথেই সকলকে অবাক করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
President Donald Trump signs executive order withdrawing US from Paris climate accord

মার্কিন স্বার্থের পরিপন্থী! প্যারিস জলবায়ূ চুক্তি প্রত্যাহার ট্রাম্পের Photograph: (ফাইল ছবি)

Donald Trump:  গতকালই  আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।  শপথ নেওয়ার সাথে সাথেই সকলকে অবাক করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিলেন  ডোনাল্ড ট্রাম্প। 

Advertisment

বরাবরই প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। অবশেষে প্রেসিডেন্ট হয়েই তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পরই তিনি বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য একপ্রকার ‘শাস্তি’। যার কারণে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে। এরপর মেয়াদের শেষ দিকে ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন ট্রাম্প। বাইডেন ক্ষমতায় ফেরার সঙ্গে সঙ্গে ফের আমেরিকা এই চ্যুক্তিতে ঐক্যমত প্রকাশ করে। 

ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই, হোয়াইট হাউস প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে আসার কথা  ঘোষণা করেছে। শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই তাঁর প্রথম নির্বাহী আদেশে  স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের জন্য একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন তিনি।  ট্রাম্প পরিষ্কার বলেন, "যখন আমরা পরিষ্কার বাতাসের কথা বলি, তখন আমাদের এটাও ভাবা উচিত যে অন্যান্য দেশ থেকে আসা দূষিত বাতাস রোধে আমরা কী পদক্ষেপ করছি। যতক্ষণ না সমস্ত দেশ পরিষ্কার শক্তি ব্যবহার করে, ততক্ষণ পরিষ্কার বাতাসের কথা বলা অর্থহীন"। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব উষ্ণায়ন মোকাবেলার বিশ্বব্যাপী প্রচেষ্টাকে আঘাত করবে বলেই ধারণা জলবায়ু বিশেষজ্ঞদের।  

প্যারিস চুক্তির সাথে আমেরিকার সম্পর্ক

Advertisment

প্যারিস চুক্তির জন্য আলোচনার অগ্রভাগে ছিলেন মার্কিন প্রতিনিধিরা। ওবামা প্রশাসনের সময় ২০১৫ সালে প্রায় ২০০টি দেশ একসাথে এই চ্যুক্তি সাক্ষর করেছিল। ২০১৭ সালে ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ান। জো বাইডেন ২০২০ সালের নির্বাচনে জয়ী হন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই, বাইডেন প্যারিস চুক্তিতে পুনরায় আমেরিকাকে ফেরান।  

ডোনাল্ড ট্রাম্প কেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করলেন?

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে প্যারিস চুক্তির সমালোচক। তিনি তার প্রথম মেয়াদেও এই চুক্তি থেকে সরে আসেন।  এখন আবারও ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনে। তিনি বলেন, "আমি অবিলম্বে অন্যায্য, একতরফা প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করছি,"। 

ইউরোপীয় জলবায়ু ফাউন্ডেশনের সিইও কী বললেন?

ইউরোপীয় জলবায়ু ফাউন্ডেশনের সিইও এবং প্যারিস চুক্তির একজন মূল স্থপতি লরেন্স তুবিয়ানা চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়াকে "দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছেন। 

বিশ্ব-উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালে অঙ্গীকারবন্ধ হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তির অন্তর্গত রাষ্ট্রগুলির। কিন্তু, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকেই তার সমালোচনা করে আসছেন ট্রাম্প। 

Donald Trump
Advertisment