আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর বা পিএমএ-র তরফে টুইট করে এ কথা ঘোষণা করা হয়েছে। টুইট লেখা হয়েছে, '৭ জুন বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।'
তবে, কোন বিষয় নিয়ে কথা বলবেন মোদী? এ নিয়ে টুইটে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।
দেশে করোনার দৈনিক সংক্রমণ কমছে। নিম্নমুখী দৈনিক মৃত্যুও। যা কিছুটা হলেও স্বস্তির। দিল্লি-মহারাষ্ট্রেও সংক্রমণের সংখ্যা কমছে। ফলে দেশের নানা রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। এই অবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে এ দিনের ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে বিশেষ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- Mahua Moitra: মহুয়ার ‘স্বজনপোষণ’ তথ্য সম্পূর্ণ ভুল, পাল্টা টুইট রাজ্যপালের
দেশে করোনার তৃতীয় ঢেউ আসন্ন, জানিয়েছেন বিশেষজ্ঞরা। আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। শিশুদের দ্রুত টিকাকরণের জন্য ইতিমধ্যেই দিল্লির এইমসে শুরু হয়েছে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ। এদিন তা নিয়ে প্রধানমন্ত্রী কোনও কথা বলেন কিনা তা দেখার।
২০২০-২১ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার মাইনাস ৭.৩ শতাংশ। অর্থনীতি ধুঁকছে। অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রী এ দিন কোনও দাওয়াই দেন কি না সে দিকেও নজর সকলের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন