/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/pm-modi.jpg)
রাঁচিতে প্রধানমন্ত্রীকে স্বাগত সে রাজ্যের মুখ্যমন্ত্রীর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
PM Narendra Modi will Launch Largest Healthcare Scheme 'Ayushman Bharat' Today: লোকসভা ভোটের আগে দেশবাসীর জন্য দাওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসবে দেশের ২৬টি রাজ্যের ৫০ কোটি মানুষ। আজ ঝাড়খণ্ড থেকে এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সে রাজ্যে ১০টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন মোদি।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দেশ তো বটেই গোটা দুনিয়ায় সবথেকে বড় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকল্পে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মিলবে। এই প্রকল্পে ক্যাশলেস পরিষেবাও মিলবে বলে জানা গিয়েছে। ন্যাশনাল হেলথ এজেন্সি এহেন প্রকল্পের বাস্তবায়নের কাজে হাত লাগিয়েছে। গত সপ্তাহেই একটি ওয়েবসাইট ও হেল্পলাইন নম্বর চালু করা হয়। mera.pmjay.gov.in এই সাইট চেক করলে দেখা যাবে নথিভুক্তিকরণ হয়েছে কিনা, অথবা ১৪৫৫৫ নম্বরে ফোন করেও তা জানা যাবে।
#LIVE Maharashtra Government launched PM-JAY at Sahyadri Guest House today. @dev_fadnavis#PMJAYlaunch#AyushmanBharat@pmoindia@nitiaayog@jpnaddapic.twitter.com/hqz20u3CyE
— National Health Agency (NHA) (@AyushmanNHA) September 23, 2018
I will be in Ranchi to mark the launch of PMJAY- Ayushman Bharat. During the programme, foundation stones for medical colleges in Chaibasa and Koderma will be laid. Health and wellness centres will also be inaugurated.
We are committed to building a healthy and fit India!
— Narendra Modi (@narendramodi) September 23, 2018
আরও পড়ুন, রাফালে ডিলে ভারতীয় পার্টনার ফরাসি সরকার বাছে নি: ফ্রাঁসোয়া ওলাঁদ
ভারতীয় স্বাস্থ্য পরিষেবায় এই নয়া প্রকল্প দেশে আমূল বদল আনবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি বলেন,‘‘গোটা দুনিয়া আয়ুস্মান ভারত প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছে। ভারতীয় স্বাস্থ্য পরিষেবায় দারুণ বদল আসবে।’’ দেশবাসীকে স্বাস্থ্যবান ও ফিট করার জন্যই এই প্রকল্প বলে আগে টুইট করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদও।