/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/police-handcuff-759.jpg)
এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত করার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অপরাধী। কোনো রকমে চৌহদ্দি পেরিয়ে বড় রাস্তায় পৌঁছয় সে। সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হাঁপাতে হাঁপাতে তার কাছে লিফট চেয়ে বসে পলাতক। তিনি তাকে গাড়িতে চাপিয়ে ফের নিয়ে যান পুলিশ স্টেশনে। অপরাধীর কপালে হাত। বচসা শুরু হলে গাড়ির চালক তাঁর আসল পরিচয় দেন। তিনি স্বয়ং একজন পুলিশ অফিসার। তাই অপরাধীকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি তাঁর। কিন্তু পরনে পুলিশের পোশাকে না থাকায় বোকা বনে যায় পলাতক আসামি।
আরও পড়ুন: সান্তা সেজে শিশু হাসপাতালে ওবামা, দেখুন ভিডিও
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে। নাম অ্যালেন লুইস, বয়স ৩১। পুলিশকে সে জানায় যে তার হাতকড়া চেপে বসে আছে হাতে, যার জন্য ব্যথা হচ্ছে তার। পুলিশ তার বাঁধন হালকা করতেই পালিয়ে যায় লুইস। দুজন পুলিশকর্মী ধাওয়া করলেও ব্যর্থ হন অপরাধীকে ধরতে।
Stupid does as Stupid is: An escaped inmate who tried hitchhiking wasn't free for long - because the motorist he flagged down was a Kentucky law enforcement officer - Allen Lewis was being transported when he ran from guards - A Morehead St. campus officer gave him a ride
— charles benjamin (@chaleeboh3131) December 22, 2018
আরও পড়ুন: অ্যালেক্সা ব্যবহার করে গুচ্ছের জিনিস অর্ডার দিল এক তোতাপাখি
সংশোধনাগারের এক কর্মকর্তা দ্য ডেইলি ইনডিপেনডেন্টকে জানান, কাছেই রয়েছে হাইওয়ে, সেখানে পৌঁছতেই পুলিশের নজরে আসে লুইস। কারণ তখনও তার পরনে ছিল অপরাধীর পোশাক ও হাতকড়া। যা দেখে বুঝতে অসুবিধা হয়নি পুলিশের চোখে ধুলো দিয়ে সংশোধনাগার থেকে পালিয়েছে সে। সম্প্রতি শুধুমাত্র অপরাধের জন্য নয়, পালানোর অভিযোগেও বন্দি করা হয় লুইসকে।
Read the full story in English