Advertisment

Kolkata Heat Wave: বাড়তি ছুটির ঘোষণা এবার বেসরকারি স্কুলেও

Kolkata Heat Wave: আজ মঙ্গলবার শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, এই অতিরিক্ত ছুটি শুধুমাত্র পড়ুয়াদের জন্যই। শিক্ষক শিক্ষিকারা কোনও রকম ছুটি পাবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অতিরিক্ত গরমের জন্য আগামী ২০ জুন থেকে ৩০ জুন ফের গরমের ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক, দুই বিভাগই বন্ধ থাকবে এই এগারো দিন। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও ছুটি ঘোষণার আবেদন জানিয়েছিল রাজ্য। সরকারের অনুরোধ রেখে ছুটি ঘোষণা করেছে রাজ্যের বেসরকারি স্কুলও। টানা এগারো দিন ছুটি না দিলেও সাত আট দিনের ছুটি ঘোষণা করেছে একাধিক বেসরকারি স্কুল। পাশাপাশি বেশ কয়েকটি স্কুলে এই অতিরিক্ত ছুটি নিয়ে বৈঠকও শুরু হয়েছে ইতিমধ্যেই।

Advertisment

আজ মঙ্গলবার শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, এই অতিরিক্ত ছুটি শুধুমাত্র পড়ুয়াদের জন্যই। শিক্ষক শিক্ষিকারা কোনও রকম ছুটি পাবেন না। নিয়মমাফিকই চলবে সমস্ত অফিসিয়াল কাজ। যেহেতু বেশ কিছু স্কুলে ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে নিয়মিত। শুধুমাত্র ক্লাসই বন্ধ থাকবে এই অতিরিক্ত ছুটির দিনগুলোয়।

আরও পড়ুন: Kolkata Heat Wave: তাপমাত্রা ৪১ ডিগ্রি, উষ্ণতম দিন কলকাতায়

প্রসঙ্গত, নিয়মমাফিক গরমের ছুটির পর সদ্য খুলেছিল স্কুলগুলি। তবে আবহাওয়ার এমন অস্বাভাবিক পরিবর্তনে অসুস্থ হয়ে যেতে পারে ছাত্রছাত্রীরা। পাশাপাশি অভিবভাবকদের তরফ থেকেও গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল স্বভাবতই এই ছুটিতে খুশি অভিভাবকরাও।

Education
Advertisment