scorecardresearch

তরুণীর সুইসাইড নোটে বানান ভুল নিয়ে ‘রসিকতা’, মোদীকে ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা

এবার প্রিয়াঙ্কা গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Priyanka Gandhi slams PM Modi over ‘suicide note’ joke
আবারও সোনিয়া-তনয়ার নিশানা মোদীকে।

এবার প্রিয়াঙ্কা গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সুইসাইড নোটকে কেন্দ্র করে মোদীর করা কৌতুক নিয়ে তাঁকে বেনজির আক্রমণ কংগ্রেস নেত্রীর। বৃহস্পতিবার টুইটে প্রধানমন্ত্রীর সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, ‘মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলিকে নিয়ে উপহাসের পরিবর্তে নিজেদেরকে আরও ভালভাবে শিক্ষিত করা উচিত।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার একটি টিভি চ্যানেল কনক্লেভে বক্তৃতার সময়, একজন অধ্যাপক তাঁর মেয়ের সুইসাইড নোটে বানান ভুল পাওয়া নিয়ে মন্তব্য প্রসঙ্গে রসিকতা করেছিলেন। ওই কনক্লেভে মোদীর সেই রসিকতার ভিডিও ট্যাগ করে প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লিখেছেন, “বিষন্নতা এবং আত্মহত্যা, বিশেষত যুবকদের মধ্যে হাসির বিষয় নয়।

আরও পড়ুন-রামনবমীতে বাংলায় অশান্তি, শুভেন্দুর মামলায় নজিরবিহীন পদক্ষেপ হাইকোর্টের

এনসিআরবি তথ্য অনুযায়ী ২০২১ সালে ১,৬৪,০৩৩ জন ভারতীয় আত্মহত্যা করেছিলেন। যার মধ্যে একটি বিশাল শতাংশের বয়স ৩০ বছরের কম ছিল। এটি একটি ট্র্যাজেডি, রসিকতা নয়।”

কংগ্রেসের সাধারণ সম্পাদক টুইটারে বলেছেন, “প্রধানমন্ত্রী এবং যাঁরা তাঁর কৌতুক নিয়ে হাসছেন, তাঁদের উচিত এই সংবেদনশীল মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলিকে নিয়ে উপহাসের বদলে নিজেদেরকে আরও ভালভাবে শিক্ষিত করা এবং সচেতনতা করা।” প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ‘দ্য লাইভ লাভ লাফ’-কে ট্যাগ করে টুইটটি করেছেন। ‘দ্য লাইভ লাভ লাফ’ সংস্থাটি মানসিক রোগীদের সমস্যা নিয়ে কাজ করে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Priyanka gandhi slams pm modi over suicide note joke